খবর ২৪ঘণ্টা ডেস্ক: বগুড়ার নন্দীগ্রামে অজ্ঞাত মাইক্রোবাসের ধাক্কায় অটোভ্যান যাত্রী দুই বন্ধু মারা গেছেন। শনিবার রাতে উপজেলার বিজয়ঘাট এলাকায় বগুড়া-নাটোর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। তারা বিয়াই বাড়িতে ঈদের দাওয়াতে যাচ্ছিলেন। নন্দীগ্রাম সদর ইউনিয়নের চেয়ারম্যান প্রভাষক আবদুল বারী ও পৌরসভার ৪নং ওয়ার্ড কাউন্সিলর রহমত আলী সড়ক দুর্ঘটনায় দু’জনের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন নন্দীগ্রাম পৌরসভার নামুইট গ্রামের মৃত ময়েন উদ্দিনের ছেলে ফেরদৌস আলম (৪৫) ও একই উপজেলার কদমা গ্রামের মৃত মানিক উদ্দিনের ছেলে ইসমাইল হোসেন (৫৩)।
নন্দীগ্রাম সদর ইউনিয়নের চেয়ারম্যান প্রভাষক আবদুল বারী জানান, শনিবার রাত ৯টার দিকে ফেরদৌস আলম বন্ধু ইসমাইল হোসেনকে সাথে নিয়ে অটো ভ্যানে ইউসুফপুর গ্রামে বিয়াই বাড়িতে ঈদের দাওয়াতে যাচ্ছিলেন। ভ্যানটি বিজয়ঘাট এলাকায় পৌঁছলে অজ্ঞাত একটি মাইক্রোবাস ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই ইসমাইল হোসেন মারা যান। গুরুতর আহত ফেরদৌস আলমকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়। রাতেই তিনি সেখানে মারা গেছেন।
খবর ২৪ঘণ্টা/ নই