বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার শেরপুর উপজেলায় পেছন থেকে কাভার্ডভ্যানের ধাক্কায় তিন ব্যক্তি নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও একজন।
রোববার সকালে উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের ছোনকা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা পেশায় সবাই রাজমিস্ত্রি ছিলেন বলে জানা গেছে।
নিহতরা হলেন উপজেলার ভবানীপুর ইউনিয়নের ছোনকা দক্ষিণপাড়ার মহসিন আলী, সাদেক আলী ও শাহ মাহমুদ। তবে আহতের পরিচয় জানা যায়নি।
নন্দীগ্রাম কুন্দারহাট হাইওয়ে ফাঁড়ি পুলিশের এসআই কাজল কুমার নন্দী দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, ছোনকা এলাকায় অবস্থিত মজুমদার এগ্রো ফুড প্রডাক্টস নামের একটি প্রতিষ্ঠানের সামনে দিয়ে ঢাকা-বগুড়া মহাসড়ক হয়ে রাজমিস্ত্রির পেশার ৬ জন ব্যক্তি হেঁটে ছোনকা বাজারের দিকে আসছিলেন। পথিমধ্যে ঢাকা থেকে ছেড়ে আসা বগুড়াগামী একটি কাভার্ডভ্যান পেছন থেকে তাদেরকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন।
তিনি আরও জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
খবর২৪ঘণ্টা.কম/নজ