খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: লেখক, অধ্যাপক মুহম্মদ জাফর ইকবালের উপর হামলাকারী ফয়জুর হাসানের বাবা আতিকুর রহমান, মা মিনারা বেগম ও মামা ফজলুর রহমানকে রিমান্ডে নিয়েছে পুলিশ।
রোববার দুপুরে এই তিনজনকে আদালতে হাজির করে প্রত্যেককে সাত দিন করে রিমান্ড চাওয়া হয়। পরে সিলেট মহানগর হাকিম আদালতের বিচারক হরিদাস কুমার বাবা ও মামার ৫ দিনের এবং মায়ের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে গত বৃহস্পতিবার একই আদালতে হামলাকারী ফয়জুর হাসানকে হাজির করে ১০ দিনের রিমান্ডে নেয় পুলিশ।
উল্লেখ্য, গত শনিবার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক অনুষ্ঠান চলাকালে হামলায় আহত হন অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল। আহত হওয়ার পর তাঁকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীর নির্দেশে একই রাতে তাকে হেলিকপ্টার যোগে ঢাকায় সিএমএইচে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তার অবস্থা এখন অনেকটাই উন্নতির দিকে বলে জানা গেছে।
খবর২৪ঘণ্টা.কম/রখ