আন্তর্জাতিক ডেস্ক: ফ্রান্সের প্রধানমন্ত্রী এডোয়ার্ড ফিলিপ ও তার নেতৃত্বে ফরাসি সরকার তাদের পদত্যাগপত্র জমা দিয়েছে। দেশটির প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রোঁ পদত্যাগপত্র গ্রহণ করেছেন।
শুক্রবার প্রেসিডেন্টের সরকারি বাসভবন এলিসি প্যালেস এ তথ্য নিশ্চিত করেছে।
শুক্রবার এ বিষয়ে জারি করা সংক্ষিপ্ত বিবৃতিতে পদত্যাগের কোনো কারণ জানায়নি কর্তৃপক্ষ। তবে ম্যাক্রোঁ তার মেয়াদের শেষ ২ বছরে নতুন উদ্যোমে কাজ করার জন্য নতুন পরিকল্পনার প্রতিশ্রুতি করায় মন্ত্রিপরিষদ বদলের ব্যাপক প্রত্যাশা করা হচ্ছিলো। এ কারণেই ফিলিপ পদত্যাগ করেছেন বলে ধারণা করা হচ্ছে।
ফরাসি প্রেসিডেন্ট কার্যালয় জানিয়েছে, নতুন মন্ত্রিপরিষদ গঠন না হওয়া পর্যন্ত প্রতিদিনের বিষয়গুলো বর্তমান সরকার পরিচালনা করবে। তবে পরে এলিসি প্যালেস জানায় ‘কয়েক ঘণ্টার’ মধ্যেই নতুন প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করা হতে পারে বলে আশা করা হচ্ছে।ফরাসি সরকারের মন্ত্রিপরিষদে রদবদল হওয়া স্বাভাবিক ঘটনা। পাঁচ বছরের মেয়াদের অর্ধেক সময় যেতে ফরাসি প্রেসিডেন্ট তার মন্ত্রিপরিষদে বদল আনেন। অবশ্য নতুন মন্ত্রিপরিষদে আবারও ফিলিপকে প্রধামন্ত্রীর দায়িত্ব দেয়ার সম্ভাবনা রয়েছে।
তবে, ফিলিপকে নতুন সরকার গঠনের আহ্বান জানানো হবে কিনা সেটি তাৎক্ষণিকভাবে পরিষ্কার করা হয়নি।খবর২৪ঘন্টা /এবি
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।