খবর২৪ঘণ্টা ডেস্ক: নিরাপদ সড়ক দাবির ছাত্র আন্দোলনকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে উসকানিমূলক পোস্ট ও গুজব ছড়ানোর অভিযোগে রাজধানীর পশ্চিম ধানমন্ডি এলাকা থেকে ফারিয়া মাহজাবিন (২৮) নামের এক তরুণীকে আটক করেছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-২) সদস্যরা।
বৃহস্পতিবার (১৬ আগস্ট) দিনগত রাতে রাজধানীর পশ্চিম ধানমন্ডি এলাকায় অভিযান চালিয়ে ওই নারীকে আটক করা হয়।
র্যাব-২ এর অপারেশন কর্মকর্তা রবিউল ইসলাম জানান, ফেসবুকে গুজব ছড়িয়ে উস্কানি দেওয়ার অভিযোগে ফারিয়াকে আটক করা হয়েছে। তার বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা চলছে বলে জানান র্যাবের ওই কর্মকর্তা।
খবর২৪ঘণ্টা.কম/জেএন