1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
ফেরএক্স ভিন পিছু ছাড়ছে না দীপিকার - খবর ২৪ ঘণ্টা
রবিবার, ০৪ মে ২০২৫, ০৭:২৯ অপরাহ্ন

ফেরএক্স ভিন পিছু ছাড়ছে না দীপিকার

  • প্রকাশের সময় : বুধবার, ৫ সেপটেম্বর, ২০১৮

বিনোদন,ডেস্ক: কথায় বলে, ‘রাখে হরি মারে কে’। তাই যতই নিন্দুকেরা বলুক না কেন, দীপিকার মধ্যে হলিউডি ইমেজ নেই! তাতে নায়িকার কাঁচকলা। ‘ট্রিপল এক্স’-এর পর ফের হলিউডি ছবির অফার এসেছে দীপিকা পাড়ুকোনের ঝুলিতে। ভিন ডিজেলকে সঙ্গেই ‘xxx: দ্য রির্টান অফ জ্যান্ডার কেস’ ফের দেখা যাবে দীপিকাকে।

সম্প্রতি পরিচালক ডিজে কারুসোর একটি ট্যুইট করেন। যেখানে তিনি জানিয়েছেন ‘xxx: ফোর’-এ নতুন সদস্য চিনা অভিনেতা এবং সঙ্গীত শিল্পী রয় ওয়াং। এই ট্যুইটের কমেন্টে বক্সে দীপিকার একজন ফ্যান জানতে চান, এবারের ছবিতে দীপিকা আছে কিনা! তার উত্তরে পরিচালক সাফ জানান হ্যাঁ। এদিকে ইরফানের অসুস্থতার জন্য পিছিয়ে গিয়েছে, অভিনেত্রীর বলিউডে নেক্সট প্রোজেক্ট। যে ছবিতে প্রথমবার বিশাল ভারদ্বয়াজের সঙ্গে কাজ করবেন নায়িকা।

তবে এসব ছাড়িয়ে টিনসেল এখন মশগুল দীপিকা-রণবীরের বিয়ের খবরে। গুঞ্জন চলতি বছরেই সাত পাকে বাঁধা পড়তে চলেছেন এই দুই লাভবার্ড। তাই বিয়ের শপিংয়েই নাকি এখন ব্যস্ত রয়েছেন নায়িকা। আগামী ২০ নভেম্বর গাঁটছড়া বাঁধবেন তাঁরা।

শোনা গিয়েছে অভিনেতা-অভিনেত্রীর অলওয়েজ ফেভারিট হলি-ডে ডেস্টিনেশন ইতালি। তাই এই জায়গাকে বিয়ের ভেনু হিসাবে বেছে নিয়েছেন এই লাভ বার্ডস। আসলে নিজেদের সম্পর্ক নিয়ে কথা বলতে চান না রণ ও দীপি। তাই ডেস্টিনেশন ওয়েডিং বেছে নিয়েছেন তাঁরা। এমনকি বিয়েতে নিমন্ত্রিত থাকবেন দুই পরিবারের আত্মীয় ও ঘনিষ্ঠ বন্ধুরা। জানা গিয়েছে সেই লিস্ট ৩০ জনের বেশি নয়।

কিছুদিন আগে বাজিরাও মস্তনির বিয়ের গুঞ্জনে শিলমোহর দিলেন বর্ষীয়ান অভিনেতা কবীর বেদী। ট্যুইট করে রাম-লীলার বিয়ের খবর দেন তিনি। স্পষ্ট লিখেছেন, ইটালিতেই ডেস্টিনেশন ওয়েডিং সারবেন বলিউডের বাজিরাও-মস্তানি।

একই সঙ্গে ভবিষ্যতে জীবনের জন্য দুই তারকাকে প্রকাশ্যেই শুভেচ্ছাও জানিয়েছেন মিস্টার বেদী।
বলিপাড়ার খবর, বিয়ের আগে দশ দিন ধরে মেয়ে জামাইয়ের মঙ্গলের জন্য পুজো রাখতে চান দীপিকার মা। মায়ের সেই ইচ্ছেকে সম্মান জানাতেই রন-দীপির বিয়ের সেলিব্রেশন শুরু হচ্ছে দশদিন আগে থেকেই।

খবর২৪ঘণ্টা.কম/জেএন

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST