খবর ২৪ ঘণ্টা, বিনোদন ডেস্ক: ফের খবরের শিরোনামে রাখি সওয়ন্ত৷নাহ এবার আর কোনও নায়িকার বিরুদ্ধে তোপ দাগেননি বলিপাড়ার এই ‘ড্রামা কুইন’৷ এবার তিনি খবরে তাঁর ক্লিভেজের জন্য৷ হ্যাঁ ঠিকই পড়ছেন৷ সম্প্রতি তিনি জানিয়েছেন, ক্লিভেজের জন্য প্রচুর টাকা খরচ করেছেন রাখি৷
এক অনুষ্ঠানে তাঁর ক্লিভেজ প্রদর্শন নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল৷ উত্তরে আসে রাখির বাউন্সার৷ তিনি জানান, ক্লিভেজের জন্য বহু অর্থব্যয় করেছেন তিনি৷ তাহলে ক্লিভেজ দেখাবেন নাই বা কেন? তারপরেই বিস্ফোরক রাখি সেই ব্যক্তিকে প্রশ্ন করেন, মায়ের নামে শপথ করে তিনি কি বলতে পারবেন যে, তিনি ক্লিভেজের দিকে তাকিয়ে থাকেন না?
একেবারে নিজস্ব মেজাজেই কথা বলেছেন রাখি৷ বরাবরই তিনি বিতর্কে থাকতে ভালোবাসেন? সম্প্রতি তাঁর নিশানায় সানি লিওনি৷ বারবার সানিকে ‘পর্নস্টার’ বলে আক্রমণ করেছেন তিনি৷ রাখিকেও পালটা উত্তর দিয়েছেন সানি৷ তাঁদের চাপানউতোর বলিপাড়ার রীতিমতে মুখরোচক বিষয়৷ক্লিভেজ নিয়ে রাখির এই মতামত উঠে আসে সানির প্রসঙ্গেই৷তবে বলিপাড়ার প্রশ্ন, ক্লিভেজে কীভাবে অর্থব্যয় করেছেন রাখি? কিন্তু, ‘ড্মমাকুইন’ এ ব্যাপারে একদম স্পিকটি নট৷
খবর ২৪ ঘণ্টা.কম/ জন