খবর২৪ঘণ্টা ডেস্ক: ফেনীর ছাগলনাইয়া উপজেলায় গরুবাহী ট্রাকের সঙ্গে একটি মাইক্রোবাসের সংঘর্ষে শিশুসহ ছয়জন নিহত হয়েছে। এসময় আহত হয়েছেন আরও পাঁচজন।
রোববার দিনগত রাত সাড়ে ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুহুরীগঞ্জে সুলতানা ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।
নিহতদের মধ্যে দুই শিশু ও চার নারী রয়েছে বলে জানান মুহুরীগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মাহাবুব আলম।
খবর২৪ঘণ্টা.কম/জেএন