খবর২৪ঘন্টা নিউজ ডেস্ক: ফেনীতে মহান আল্লাহ তায়ালা ও মহানবী হজরত মুহাম্মদ (সা.) এর নাম সংবলিত দৃষ্টিনন্দন ভাস্কর্য নির্মাণ করা হয়েছে।
শুক্রবার বিকেলে শহরের মহিপালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে মিয়াজী বাড়ি সড়কের সামনে ভাস্কর্যটি উদ্বোধন করেন ফেনী-২ আসনের এমপি নিজাম উদ্দিন হাজারী।পৌরসভার প্যানেল মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজীর তত্ত্বাবধানে এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার মেয়র আলাউদ্দিন, ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর লুৎফুর রহমান খোকন হাজারী, ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি সাহাব উদ্দিন, সাধারণ সম্পাদক নাছির খান, পৌর যুবলীগের সহ-সভাপতি তৌহিদুর রহমান হানিফ প্রমুখ।
ভাস্কর্যটি পৌরসভার অর্থায়নে নির্মাণ করা হয়। এর কাজ পায় ঠিকাদারি প্রতিষ্ঠান বেস্ট কনস্ট্রাকশন। ভাস্কর্যটি উচ্চতায় সাড়ে ১৪ ফুট। সুন্দর সুনিপুণ কারুকাজসহ আলোকিত ঝর্ণাধারার ভাস্কর্যটি তৈরি করতে সময় লেগেছে চার মাস। এতে ‘আল্লাহু’ ও ‘মুহাম্মদ’ লেখা রয়েছে। রাতে বাতি বিশিষ্ট ফোয়ারায় সৌন্দর্যে বাড়তি মাত্রা যোগ হবে।
স্থানীয়রা জানায়, মহান আল্লাহ ও মুহাম্মদ (সা.) এর নামে ভাস্কর্য নির্মাণ মুসলমানদের অনুভূতির বিষয়। এছাড়া মহাসড়কের পাশে হওয়ায় আকর্ষণীয় হয়ে উঠেছে। দৃষ্টিনন্দন এ স্থাপনা পৌরসভার প্যানেল মেয়র ও ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলাম স্বপন মিয়াজীর উত্তম কাজের একটি মাইল ফলক হয়ে থাকবে।প্যানেল মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী বলেন, ফেনী-২ আসনের এমপি নিজাম উদ্দিন হাজারীর তত্ত্বাবধানে পৌর কর্তৃপক্ষ ভাস্কর্য নির্মাণের উদ্যোগ নেয়। এছাড়া এ ওয়ার্ডে বিজয়সিংহ দিঘির সৌন্দর্যবর্ধনসহ বেশ কিছু উন্নয়ন কাজ চলমান রয়েছে।
তিনি আরো বলেন, ফেনীকে আধুনিক ও দৃষ্টিনন্দন শহর গড়তে সময়োপযোগী পদক্ষেপ নেয়া হচ্ছে। নাগরিক সুবিধা নিশ্চিত করতে আন্তরিকভাবে কাজ করা হচ্ছে। খবর২৪ঘন্টা/এবি
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।