খবর ২৪ঘণ্টা ডেস্ক:তারকার অভাব নেই দু’দলেই৷ বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্স-বেলজিয়াম লড়াইয়ে তবু ফুটবলবিশ্বের নজর থাকবে মাঠের বাইরে৷ আসলে হাইভোল্টেজ সেমিফাইনালের আগে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন এক প্রাক্তন ফরাসি তারকা, বেলজিয়ামের স্বপ্নের উত্থানে যার প্রত্যক্ষ অবদান রয়েছে৷ ফ্রান্সের বিরুদ্ধে শেষ চারের লড়াইয়ে জিতে বেলজিয়াম প্রথমবার বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিতে পারলে নেপথ্যের নায়ক হিসাবে বিবেচিত হবেন তিনিই৷
তিনি অন্য কেউ নন, বরং নীল জার্সিতে সব থেকে বেশি গোল করা ফ্রান্সের বিশ্বকাপজয়ী দলের অন্যতম সদস্য থিয়েরি অঁরি৷ চলতি বিশ্বকাপে যিনি বেলজিয়ামের সহকারী কোচের ভূমিকায় রয়েছেন৷
খবর ২৪ঘণ্টা/ নই
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।