খবর২৪ঘন্টা নিউজ ডেস্ক: ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের ১০ জন কর্মকর্তা-কর্মচারী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এদের একজনকে হোম কোয়ারেন্টিনে এবং বাকি ৯ জনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হয়েছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজাহান শিকদার গণমাধ্যমকে এই তথ্য জানান।
তিনি জানান, অগ্নি দুর্ঘটনা নির্বাপণ ও উদ্ধার কাজে অংশ নিয়ে এদের কয়েকজন প্রথমে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। পরে তাদের সংস্পর্শে এসে অন্যরা সংক্রমিত হয়ে থাকতে পারেন। শাহজাহান শিকদার আরও জানান, করোনা আক্রান্তদের মধ্যে আট জন সদরঘাট ফায়ার স্টেশনের এবং দুজন পোস্তগোলা ফায়ার স্টেশনের কর্মী। তারা সবাই বর্তমানে ভালো আছেন। তাদেরকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হচ্ছে। স্বাস্থ্যের উন্নতি না হলে বা অবনতি হলে প্রয়োজনে তাদের আইসোলেশনে রাখা হবে, বা হাসপাতালে ভর্তির ব্যবস্থা করা হবে।
খবর২৪ঘন্টা/নই