খবর২৪ঘন্টা নিউজ ডেস্ক: ঋণ জালিয়াত ও কর ফাঁকিবাজদের ঘুমানোর সুযোগ নেই বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ইকবাল মাহমুদ।
রোববার সকাল সাড়ে ১০টার দিকে সাংবাদিকদের একথা বলেন।
তিনি বলেন, কর ফাঁকি দেয়া বিদেশিদের ধরতে কাজ চলছে। অবৈধ সম্পদ আছে সন্দেহ হলে প্রয়োজনে ঘরে ঘরে তল্লাশি চালানো হবে।
তিনি আরও বলেন, দুর্নীতিবাজ যতই শক্তিশালী হোক, তাকে আইনের আওতায় আনা হবে। দেশে এমন কোনো চাপওয়ালা ব্যক্তি নেই যার চাপের কাছে আপনারা মাথানত করবেন। দুর্নীতি সমাজ থেকে কমিয়ে আনতে না পারলে আমরা উন্নত রাষ্ট্রে পৌঁছাতে পারবো না। নদী, খাল, সরকারি জমি দখলকারী ব্যক্তি যেই হোক না কেন, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।
খবর২৪ঘন্টা/নই