কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনের ফলাফল বন্ধ ঘোষণা করা হয়েছে।
বুধবার (১৫ জুন) রাতে রিটানিং কর্মকর্তার কার্যলয় থেকে ফলাফল বন্ধ ঘোষণা করার পর তাৎক্ষণিকভাবে প্রতিক্রিয়া জানিয়েছেন মনিরুল হক সাক্কু।
তিনি বলেন, ফলাফল না দিলে আমি এখান থেকে যাব না, প্রয়োজনে আমার লাশ যাবে।
রাত ৯টায় পর্যন্ত পাওয়া কেন্দ্রভিত্তিক ফলাফলে দেখা যায় ১০১টি কেন্দ্রে টেবিল ঘড়ি প্রতীক নিয়ে মনিরুল হক সাক্কু পেয়েছেন ৪৮ হাজার ৪৯২ ভোট আর নৌকার আরফানুল হক রিফাত পেয়েছেন ৪৭ হাজার ৮৬৩ ভোট। এ ছাড়া স্বতন্ত্র আরেক প্রার্থী নিজামউদ্দিন কায়সার ঘোড়া প্রতীক নিয়ে এই ৯৩ কেন্দ্রে ২৮ হাজার ১৪২ ভোট পেয়েছেন। সু্ত্র-আরটিভি
বিএ/
বিএ/