1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
ফলাফল ঘোষণার আগে আমার কাছে কোনো ফোন আসেনি - খবর ২৪ ঘণ্টা
বৃহস্পতিবার, ০৯ জানয়ারী ২০২৫, ০৯:১২ অপরাহ্ন

ফলাফল ঘোষণার আগে আমার কাছে কোনো ফোন আসেনি

  • প্রকাশের সময় : বৃস্পতিবার, ১৬ জুন, ২০২২

কুমিল্লা সিটি করপোরেশন(কুসিক) নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা শাহেদুন্নবী চৌধুরী জানিয়েছেন, চূড়ান্ত ফলাফল ঘোষণার আগে আমার কাছে কোনো বিশেষ ফোন আসেনি।

বৃহস্পতিবার (১৬ জুন) দুপুরে জেলা নির্বাচন কার্যালয়ে সাংবাদিকদের রিটার্নিং অফিসার এ কথা বলেন।

তিনি বলেন, কোনো চাপে পড়ে ফল ঘোষণা করিনি। স্বচ্ছভাবে ভোট হয়েছে।

তিনি বলেন, কুমিল্লা জিলা স্কুল থেকে ফলাফল আসতে দেরি হয়েছিলো। ৪ কেন্দ্রের ফলাফলের সব কাগজ আমার কাছে আছে। সমস্ত তথ্য প্রমাণ আছে। আমরা কারচুপি করে ফলাফল ঘোষণা করেছি এটা একেবারে মিথ্যা।

দুই পক্ষের নেতাকর্মীদের হাতাহাতিতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে যায়। তাই পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় আসার জন্য একটু সময় নিয়েছি। এর বেশি কিছু নয়।

ফলাফল ঘোষাণর সময়েও সিইসি ফোন করেছেন খোঁজ নিয়েছেন জানিয়ে তিনি বলেন, জানতে চেয়েছেন পরিস্থিতি কি। কোনোভাবেই ফলাফল প্রভাবিত করেননি। কমিশনকে মানুষ ভুল বুঝছে। আমরা আপ্রাণ চেষ্টা করেছি নির্বাচন সুষ্টু করার এবং নিরেপেক্ষ করার।

এর আগে, কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে মেয়র পদে আ.লীগ দলীয় প্রার্থী আরফানুল হক রিফাত বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। ১০১টি কেন্দ্রে তিনি ৫০ হাজার ৩১০ ভোট পেয়েছেন। রিফাতের নিকটতম প্রতিদ্বন্দ্বী টেবিল ঘড়ি প্রতীকের মনিরুল হক সাক্কু পেয়েছেন ৪৯ হাজার ৯৬৭ ভোট।

স্বতন্ত্র প্রার্থী নিজাম উদ্দিন ঘোড়া প্রতীক নিয়ে পেয়েছেন ২৯ হাজার ৯৯ ভোট। গতকাল বুধবার (১৫ জুন) রাতে রিটার্নিং কর্মকর্তা মো. শাহেদুন্নবী চৌধুরী এ ফল ঘোষণা করেন।

কুসিকের ২৭টি ওয়ার্ডে মোট ভোটার ২ লাখ ২৯ হাজার ৯২০ জন। এদের মধ্যে ১ লাখ ১৭ হাজার ৯২ জন নারী ভোটার এবং পুরুষ ভোটার ১ লাখ ১২ হাজার ৮২৬ জন। এ ছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে দুজন।
বিএ/

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST