ফরিদপুরে বোয়ালমারী উপজেলায় ইয়াবাসহ আশরাফুজ্জামান জোহা (২৮) নামের এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (৯ এপ্রিল) দুপুরে ফরিদপুরের আদালতে তাকে প্রেরণ করা হয়। এর আগে শনিবার রাত ১১টার দিকে উপজেলার মহিশালা এলাকা থেকে ৩২ পিস ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করে পুলিশ। আশরাফুজ্জামান ফরিদপুর সদর উপজেলার চাঁদপুর ইউনিয়নের ধুপাডাঙ্গা গ্রামের জাহাঙ্গীর হোসেন জাকিরের ছেলে এবং জেলা ছাত্রলীগের সহসম্পাদক।
বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল ওহাব বলেন, এ ঘটনায় থানায় একটি মাদক মামলা হয়েছে। দুপুরে তাকে ফরিদপুরের আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে ২০২১ সালে আশরাফুজ্জামানকে ইয়াবা ও ফেনসিডিলসহ ফরিদপুরের কোতয়ালী থানা পুলিশ গ্রেপ্তার করেছিল।
এদিকে মাদকসহ গ্রেপ্তারের বিষয়টি জানতে পেরে আশরাফুজ্জামান জোহাকে কমিটি থেকে সাময়িক বহিষ্কার করেছে জেলা ছাত্রলীগ।
বিএ/