1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
প্রেমিকার মেয়ের বিয়ে হয়েছে, সালমান এখনো অবিবাহিত - খবর ২৪ ঘণ্টা
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০২:২০ অপরাহ্ন

প্রেমিকার মেয়ের বিয়ে হয়েছে, সালমান এখনো অবিবাহিত

  • প্রকাশের সময় : সোমবার, ১৩ ডিসেম্বর, ২০২১

বলিউডের মোস্ট এলিজেবল ব্যাচেলর সালমান খান। বহু নায়িকার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ালেও কাউকেই জীবনসঙ্গী করেননি ভাইজান। ‘একলা চলো রে’ নীতিতেই চলছেন ৫৫ বছর বয়সী এই সুপারস্টার। অথচ সালমানের সাবেক প্রেমিকা তার মেয়েকে বিয়ে দিয়েছেন, হয়েছেন শাশুড়ি।

সালমান খানের কলেজ জীবনের প্রথম প্রেমিকা ছিলেন শাহিন বানু। ১৯ বছর বয়সেই ভাইজানের সঙ্গে তার ব্রেকআপ হয়। এরপর শাহিন বিয়ে করেন অভিনেতা সুমিতকে। শাহিন-সুমিত দম্পতির মেয়ে সায়েশা সায়গল। বর্তমানে তার বয়স ২৩। তামিল ও হিন্দি সিনেমা জগতে তৈরি করেছেন নিজের জ্বলজ্বলে অবস্থান।
প্রায় বছর তিনেক আগে ২০১৯ সালের ৯ মার্চ তামিল সিনেমার অভিনেতা আরিয়ার সঙ্গে মালাবদল করেন সুন্দরী এই অভিনেত্রী। সেসময় সায়েশার বয়স ছিল ২১, আর আরিয়ার ৩৮। সেই হিসেবে প্রায় ১৭ বছরের বড় পাত্রকে বিয়ে করেছেন সায়েশা।
জানা যায়, ২০১৮ সালে একটি সিনেমার শুটিং-এ সায়েশার সঙ্গে আরিয়ার আলাপ হয়। সেই থেকে প্রেম। এরপর পরিণয়।
কয়েক বছর আগে দিলীপ কুমারের জন্মদিনে সালমানের সঙ্গে সায়েশার দেখা হয়। সেখানে সায়েশাকে সিনেমা সম্পর্কিত বিভিন্ন পরামর্শ দেন সালমান। সায়েশার বলিউডে অভিষেক হবার পর ভাইজান তার প্রতি খেয়াল ও স্নেহ বাড়িয়ে দেন।
সায়েশা তামিল সিনেমা ‘অখিল’-এ প্রথম অভিনয় করেন। এছাড়া বলিউডের অজয় দেবগণের ‘শিবায়’ সিনেমায় অভিনয় করে পেয়েছেন প্রশংসা। অন্যদিকে আরিয়া ২০০৫ সাল থেকে এ পর্যন্ত অর্ধশতাধিক তামিল সিনেমায় অভিনয় ও প্রযোজনা করেছেন।
প্রসঙ্গত, গেলো ৯ ডিসেম্বর রাজস্থানের সাওয়াই মাধপুরে অবস্থিত সিক্স সেন্সেস ফোর্ট বারওয়ারা রিসোর্টে বিয়ের পিঁড়িতে বসেন বলিউড তারকা ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। এই নায়িকাও সালমান খানের প্রাক্তন প্রেমিকা। ব্যক্তিগতভাবে ক্যাটরিনার সঙ্গে এখনো সালমানের বেশ সখ্যতা। এক সময় বলিপাড়ায় নিয়মিত তাদের প্রেমের চর্চা হতো। সিনেমার পাশাপাশি বাস্তবেও তাদের রসায়ন ভক্তদের নজর কেড়েছে। সালমানের সঙ্গে বিচ্ছেদ হলেও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছেন ক্যাটরিনা। প্রায়ই একসঙ্গে দেখা যায় তাদের। দেখে বুঝার উপায় নেই তাদের মাঝে প্রেম-বিচ্ছেদের পর্ব অতিবাহিত হয়েছে। শুধু শাহিন বা ক্যাটরিনা নয়, ঐশ্বরিয়া-সংগীতা থেকে শুরু করে সালমানের সাবেক অনেক প্রেমিকাই এখন অন্যের ঘরনি।
বিএ/

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST