1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
প্রেম ভাঙনের কারন জানালেন কারিনা - খবর ২৪ ঘণ্টা
বৃহস্পতিবার, ১ জানয়ারী ২০২৫, ০৩:৪৪ অপরাহ্ন

প্রেম ভাঙনের কারন জানালেন কারিনা

  • প্রকাশের সময় : শনিবার, ২২ ফেব্ুয়ারী, ২০২০

খবর২৪ঘন্টা বিনোদন ডেস্ক: একসময় বলিউডে আলোচিত জুটি ছিলেন শহীদ কাপুর ও কারিনা কাপুর। তাদের সবশেষ সিনেমা ‘জাব উই মেট’ সুপারহিট হলেও তাদের সুদিন টেকেনি বেশিদিন। ২০০৬ সালে ভেঙে যায় তাদের প্রেমের সম্পর্ক। এতদিন পর সেই ভাঙনের কারণ জানালেন অভিনেত্রী কারিনা কাপুর।

সম্প্রতি এক সাক্ষাৎকারে কারিনা কাপুর মুখ খুলেছেন তার চৌদ্দ বছর আগের ভেঙে যাওয়া প্রেম প্রসঙ্গে। তিনি বলেন, ‘নিয়তিই অন্য দিকে নিয়ে গিয়েছিল।’

‘জাব উই মেট’ সিনেমার শুটিং সেটেই নাকি উল্টে গিয়েছিল তাদের সম্পর্কের সমীকরণ। প্রথমে নাকি ওই সিনেমা করতে মোটেও আগ্রহী ছিলেন না কারিনা। শহীদ কাপুরই জোর করেন তাকে। তাদের প্রেম তখন জমজমাট ছিল। তাই না করতে পারেননি কারিনা। সিনেমাও হয় সুপারহিট। তবে বড় পর্দায় গীত-আদিত্যর বিয়ে হলেও বাস্তবের জুটি শহীদ-কারিনা আলাদা হয়ে যান হঠাৎই।

এরপর কারিনার জীবনে অন্য পুরুষের আগমন। তিনি পতৌদি পরিবারের ছোট নবাব সাইফ আলি খান। তখন চলছিল ‘তাসান’ সিনেমার শুটিং। সঙ্গে যোগ হয় কারিনার জিরো ফিগার। কিন্তু বক্স অফিসে দাগ কাটতে পারেনি সিনেমাটি। মুষড়ে পড়েছিলেন কারিনা। ডুবে গিয়েছিলেন হতাশায়। তার কথায়, ‘ভেবেছিলাম ‘তাসান’ আমার ক্যারিয়ার বদলে দেবে। কিন্তু হলো ঠিক উল্টো। ‘জাব উই মেট’ আমার ক্যারিয়ার বদলে দিয়েছিল। আর ‘তাসান’ বদলে দিয়েছিল আমার জীবন।’

শহীদ কাপুর একবার বলেছিলেন তারা দু’জন দুই মেরুর লোক। ঠিক যেন ‘জাব উই মেট’র গীত ও আদিত্য। একদিকে আবেগপ্রবণ-বকবকে কারিনা আর অন্যদিকে শান্ত-ধীর শহীদ। বিচ্ছেদের পর তাদের ব্যক্তিগত সম্পর্কও ঠেকেছিল তলানিতে। ব্যক্তিগত ভিডিও ফাঁস, দীর্ঘদিন কথা বন্ধ, তারপর সময়ের সঙ্গে বদলেছে সমীকরণ। ‘উড়তা পাঞ্জাব’ সিনেমায় দু’জনে একসঙ্গে কাজও করেছেন।

এখন যার যার সাংসারিক জীবনে খুশি আছেন কারিনা ও শহীদ কাপুর। ২০১২ সালে সাইফ আলি খানের সঙ্গে বিয়ে হয় করিনার। আর ২০১৫-তে শহীদ গাঁটছড়া বাঁধেন মীরা রাজপুতের সঙ্গে।একসময় বলিউডে আলোচিত জুটি ছিলেন শহীদ কাপুর ও কারিনা কাপুর। তাদের সবশেষ সিনেমা ‘জাব উই মেট’ সুপারহিট হলেও তাদের সুদিন টেকেনি বেশিদিন। ২০০৬ সালে ভেঙে যায় তাদের প্রেমের সম্পর্ক। এতদিন পর সেই ভাঙনের কারণ জানালেন অভিনেত্রী কারিনা কাপুর।

সম্প্রতি এক সাক্ষাৎকারে কারিনা কাপুর মুখ খুলেছেন তার চৌদ্দ বছর আগের ভেঙে যাওয়া প্রেম প্রসঙ্গে। তিনি বলেন, ‘নিয়তিই অন্য দিকে নিয়ে গিয়েছিল।’

‘জাব উই মেট’ সিনেমার শুটিং সেটেই নাকি উল্টে গিয়েছিল তাদের সম্পর্কের সমীকরণ। প্রথমে নাকি ওই সিনেমা করতে মোটেও আগ্রহী ছিলেন না কারিনা। শহীদ কাপুরই জোর করেন তাকে। তাদের প্রেম তখন জমজমাট ছিল। তাই না করতে পারেননি কারিনা। সিনেমাও হয় সুপারহিট। তবে বড় পর্দায় গীত-আদিত্যর বিয়ে হলেও বাস্তবের জুটি শহীদ-কারিনা আলাদা হয়ে যান হঠাৎই।

এরপর কারিনার জীবনে অন্য পুরুষের আগমন। তিনি পতৌদি পরিবারের ছোট নবাব সাইফ আলি খান। তখন চলছিল ‘তাসান’ সিনেমার শুটিং। সঙ্গে যোগ হয় কারিনার জিরো ফিগার। কিন্তু বক্স অফিসে দাগ কাটতে পারেনি সিনেমাটি। মুষড়ে পড়েছিলেন কারিনা। ডুবে গিয়েছিলেন হতাশায়। তার কথায়, ‘ভেবেছিলাম ‘তাসান’ আমার ক্যারিয়ার বদলে দেবে। কিন্তু হলো ঠিক উল্টো। ‘জাব উই মেট’ আমার ক্যারিয়ার বদলে দিয়েছিল। আর ‘তাসান’ বদলে দিয়েছিল আমার জীবন।’

শহীদ কাপুর একবার বলেছিলেন তারা দু’জন দুই মেরুর লোক। ঠিক যেন ‘জাব উই মেট’র গীত ও আদিত্য। একদিকে আবেগপ্রবণ-বকবকে কারিনা আর অন্যদিকে শান্ত-ধীর শহীদ। বিচ্ছেদের পর তাদের ব্যক্তিগত সম্পর্কও ঠেকেছিল তলানিতে। ব্যক্তিগত ভিডিও ফাঁস, দীর্ঘদিন কথা বন্ধ, তারপর সময়ের সঙ্গে বদলেছে সমীকরণ। ‘উড়তা পাঞ্জাব’ সিনেমায় দু’জনে একসঙ্গে কাজও করেছেন।

এখন যার যার সাংসারিক জীবনে খুশি আছেন কারিনা ও শহীদ কাপুর। ২০১২ সালে সাইফ আলি খানের সঙ্গে বিয়ে হয় করিনার। আর ২০১৫-তে শহীদ গাঁটছড়া বাঁধেন মীরা রাজপুতের সঙ্গে।

খবর২৪ঘন্টা/নই

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST