খবর ২৪ ঘণ্টা, বিনোদন ডেস্ক: ‘ডন টু’-এর সময় থেকে নাকি তাঁদের সম্পর্কের সূত্রপাত। শাহরুখ-প্রিয়াঙ্কার দুবাইতে বিয়ে হয়ে গিয়েছে বলে কখনও গুঞ্জন ছড়িয়েছে, আবার কখনও তাঁদের বার্লিন সফর নিয়েও হাওয়ায় ভেসেছে অনেক গল্প। সবকিছু মিলিয়ে কিং খানের সঙ্গে প্রিয়াঙ্কা চোপড়ার সম্পর্কের টানাপোড়েন নিয়ে প্রায়শই পেজ থ্রি সরগরম হয়ে ওঠে। এবারও তার অন্যথা হয়নি। পিগি-র সঙ্গে প্রিয়াঙ্কার সম্পর্ক কেমন, তা নিয়ে এবার নিজেই মুখ খুললেন বলিউড ‘বাদশা’।
সম্প্রতি এক সংবাদমাধ্যমের সাক্ষাতকারে শাহরুখ খান বলেন, যে কোনও সিনেমার শুটিংয়ে সব সময় সহ-অভিনেতা, অভিনেত্রীদের সঙ্গে খোলামেলা সম্পর্ক থাকা প্রয়োজন। শুটিংয়ের সময় যাতে সহ অভিনেতা, অভিনেত্রীদের সঙ্গে একেবারে ‘কমফোর্ট জোনে’ থাকা যায়, সে বিষয়েও নজর রাখা প্রয়োজন। সেই কারণেই প্রিয়াঙ্কার সঙ্গে তাঁর সম্পর্কের রসায়নও জবরদস্ত। শুটিং সেটে প্রিয়াঙ্কা থাকলে, কাজ করার ক্ষেত্রে তিনি বেশ আরামবোধ করেন, বলেও মন্তব্য করেছেন বাদশা। কিন্তু, সেই সম্পর্ককে যখন নির্দিষ্ট কোনও নাম দেওয়া হয় কিংবা ট্যাগ দেওয়া হয়, তা অত্যন্ত দুর্ভাগ্যজনক বলেও মন্তব্য করেন শাহরুখ।
খবর ২৪ ঘণ্টা.কম/ জন