1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
প্রায় দেড় মাসেও উদ্ধার হয়নি গৃহবধু ডালিয়া - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১২:৫৯ পূর্বাহ্ন

প্রায় দেড় মাসেও উদ্ধার হয়নি গৃহবধু ডালিয়া

  • প্রকাশের সময় : রবিবার, ১৪ নভেম্বর, ২০২১

প্রায় ২ মাসেও উদ্ধার হয়নি নিখোঁজ গৃহবধূ ডালিয়া (১৯)। বিভিন্ন মাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে নিখোঁজ পরিবারের শঙ্কা, গৃহবধূ ডালিয়া মানবপাচারকারী চক্রের খপ্পরে পড়ে গেছে। নিখোঁজ গৃহবধূ রাজশাহীর পুঠিয়া উপজেলার তারাপুর গ্রামের মো. মিঠুন আলীর স্ত্রী। এ বিষয়ে নিখোঁজ গৃহবধূ ডালিয়ার স্বামী মিঠুন রোববার  (১৪ নভেম্বর) দুপুরে জানান, বাবার বাড়ি যাওয়ার কথা বলে গত ৭ অক্টোবর দুপুর আনুমানিক আড়াইটার দিকে আমার স্ত্রী ডালিয়া আমাদের বাড়ি থেকে বের হয়েই নিখোঁজ হন। আমি যাত্রীবাহী বাসে পেশাগত দায়িত্ব পালনকালে ওইদিন ঢাকায় ছিলাম। নিখোঁজের বিষয়টি শুনে পরের দিন বাড়ি এসে আমার ও শশুর বাড়ির লোকজন নিয়ে আত্বীয়দের বাড়িতে খোঁজ করি।

এছাড়াও স্ত্রীর পরিচিতজনদের বাড়িতেও সন্ধান করি। কিন্তু কোথাও হদিস পায়নি। পরে এ ঘটনায় পুঠিয়া থানায় একটি সাধারণ ডাইরী (জিডি) করা হয়েছে। যার নম্বর ৪৮৪। মানবপাচারকারী চক্রের খপ্পরে পড়ার শঙ্কা করে ডালিয়ার স্বামী মিঠুন জানান, গত কয়েকদিন থেকে নির্ভরযোগ্য বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে, আমার স্ত্রী চাকুরির জন্য বিদেশ যাওয়ার চেষ্টা করছেন। এ থেকে সন্দেহ হচ্ছে, পাসপোর্ট ও ভিসা ছাড়া সে কীভাবে বিদেশ যাবে। নিশ্চয় মানবপাচারকারী কোন চক্রের খপ্পরে পড়েছে আমার স্ত্রী। শুরুর দিকে আমার শশুর বাড়ির লোকজন ডালিয়ার সন্ধানে একযোগে কাজ করলেও এখন অনেকটাই পিছিয়ে গেছে।

এ বিষয়ে রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম জানান, মানবপাচারকারী চক্রের খপ্পরে পড়ার শঙ্কার বিষয়টি জানার পর পরই নিখোঁজ গৃহবধূকে উদ্ধারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পুঠিয়া থানার ওসি কে নির্দেশনা দেয়া হয়েছে। আশা করছি, অল্প সময়ের মধ্যেই তাকে উদ্ধার করা সম্ভব হবে।

জেএন

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST