খবর২৪ঘণ্টা, ডেস্ক: এসএসসির আইসিটি প্রশ্নপত্রে ত্রুটি থাকায় যশোর বোর্ডে মঙ্গলবারের এ বিষয়ের পরীক্ষা বাতিল করেছে কর্তৃপক্ষ। সকালে পরীক্ষা শুরুর পর বিজিপ্রেসের মূদ্রণে ত্রুটি ধরা পড়ে। যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মাধব চন্দ্র রুদ্র সাংবাদিকদের বলেন, বিজি প্রেসের মূদ্রণজনিত ত্রুটির কারণে পরীক্ষা বাতিল করা হয়েছে।
পরীক্ষার পরবর্তী তারিখ বিজ্ঞপ্তি দিয়ে জানানো হবে। উল্লেখ্য, আইসিটি বিষয়ের এমসিকিউ অংশে মোট ২৫ নম্বরের পরীক্ষা হয়। সকালে ‘ঘ’ সেটের প্রশ্নপত্রে দেখা যায়, এক পৃষ্ঠার ১২টি প্রশ্ন আইসিটি থেকে হলেও অন্য পৃষ্ঠার ১৩টি প্রশ্ন ছাপা হয়েছে ক্যারিয়ার শিক্ষা বিষয়ের থেকে। ক্যারিয়ার শিক্ষা বিষয়ের এই পরীক্ষা আগামীকাল বুধবার হওয়ার কথা।
খবর ২৪ঘণ্টা/ জেএন