খবর ২৪ ঘণ্টা, বিনোদন ডেস্ক: ‘বিগ বস ১১’-এ অংশ নিয়ে ইদানিং শিরোনামে রয়েছেন আরশি খান। শোনা যাচ্ছে, ‘বাহুবলী’ প্রভাসের সঙ্গে নাকি একটি ছবি করারও অফার পেয়েছেন তিনি!
টুইটারে আরশি খানের পেজ থেকে এই খবর জানানো হয়েছে। মেগাস্টার প্রভাসের বিপরীতে নাকি মূল চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়েছেন তিনি। আর এই কারণে সলমন খান সহ গোটা ‘বিগ বস ১১’-এর টিমকে ধন্যবাদ দিয়েছেন তিনি।
এই মুহূর্তে প্রভাসের জনপ্রিয়তা আকাশছোঁয়া। তাঁর সঙ্গে স্ক্রিন শেয়ার করার সুযোগ চাইছেন অনেক অভিনেতাই। সে ক্ষেত্রে আরশি বড় মাইলেজ পাবেন বলেই মনে করছেন বলি মহলের একটা বড় অংশ।
অন্যদিকে আরশি খানের নামের সঙ্গে বরাবরই জড়িয়ে রয়েছে বিতর্ক। ‘বিগ বস’-এ অংশ নেওয়ার আগেই তিনি বিতর্কের কারণেই শিরোনামে এসেছেন। তবে প্রভাস তাঁর সঙ্গে সত্যিই কোনও ছবি করছেন কিনা, সে ব্যাপারে এখনও পর্যন্ত মুখ খোলেননি প্রভাস।
খবর ২৪ ঘণ্টা.কম/ জন