1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
প্রথমবার কোনও ছবিতে স্যুইমসুট পরলাম : মনীষা - খবর ২৪ ঘণ্টা
বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ০৯:২৩ পূর্বাহ্ন

প্রথমবার কোনও ছবিতে স্যুইমসুট পরলাম : মনীষা

  • প্রকাশের সময় : সোমবার, ৯ জুলা, ২০১৮

বিনোদন,ডেস্ক: শরীরী প্রেমের গুরুত্ব কতটা? মন থেকে ভালবাসা আর শরীরী প্রেমের দ্বন্দ্ব নিয়েই তৈরি ‘লাস্ট স্টোরিজ’৷ চারটি ভিন্ন ধরনের গল্প রয়েছে এই ছবিতে৷ যেখানে রাধিকা আপ্তে, কিয়ারা আডবানি, সঞ্জয় কাপুর, ভিকি কৌশল, মনীষা কৈরালা সহ অনেকেই অভিনয় করেছেন৷

একটি গল্পে মনীষা কৈরালা মুখ্য ভূমিকায় রয়েছেন৷ সেই কাহিনিতে একটি মহিলা রীনার সঙ্গে তার স্বামীর বেস্ট ফ্রেন্ডের একটি সম্পর্ক তৈরি হয়৷ নিজের মনের জটিলতাকে কাটিয়ে কীভাবে রীনা সেই ব্যক্তির সঙ্গে সম্পর্কটা টিকিয়ে রাখতে পারে সেটাই দেখার বিষয়৷ সেই কাহিনিতে স্ক্রিপ্টের ডিমান্ডে মনীষাকে একটি দৃশ্যে পড়তে হয়েছে স্যুইমসুট৷ এতদিনে ফিল্মি কেরিয়ারে মনীষা আগে কখনও বিকিনি বা স্যুইমসুট পরেননি৷ প্রথমবার অনস্ক্রিন বিকিনি পরে বেশ নার্ভাস অভিনেত্রী৷

প্রথমে বিকিনি পরার কথাটি শুনে ঘাবড়ে গিয়ে নাকচ করে দিয়েছিলেন মনীষা৷ বহু প্রচেষ্টার পর পরিচালক দিবাকর বন্দ্যোপাধ্যায় তাঁকে বিকিনি পরার দৃশ্যেটির গুরুত্ব বুঝিয়ে রাজি করাতে সফল হয়েছিলেন৷ সেই কথায় সম্প্রতি বললেন অভিনেত্রী৷ “স্যুইমসুট পরার আইডিয়াটা দিবাকরের ছিল৷ দিবাকর আমার কাছে এসে বললেন উনি কীভাবে দৃশ্যটি ভিস্যুয়ালাইজ করেছেন৷

সেটাই এগজিকিউট করতে চান৷ কিন্তু আমি প্রথমই চমকে উঠি৷ আমি বলেওছিলাম ওঁকে যে, আমি কেন? যখন আমার বয়স কম ছিল তখনও আমি স্যুইমসুট পরিনি তাহলে এখন কেন৷ তখন দিবাকর আমায় পুরো ব্যাপারটা বোঝালেন৷ কেন স্যুইমসুটের দৃশ্যটা গুরুত্বপূর্ণ৷ ও বলেছিল দর্শক আমায় কখনও স্যুইমসুটে দেখেনি আর সেটাই কারণ হিসেবে ধরে আমার স্যুইমসুটটা পরা উচিত৷ আমিও বেশ ভাবনা চিন্তা করেই পরে রাজি হই৷”

কেবল একটি দৃশ্যের জন্য নয়, রীনার চরিত্রটি নিয়েও বেশ সমস্যায় পড়তে হয়েছিল তাঁকে৷ রীনার চরিত্রটা এতটাই জটিল যে অভিনেত্রী অফারটি সাইন করার আগে দীর্ঘ সময় নিয়েছিলেন৷ মনীষার কথায়, “আমার নানারকমের চিন্তা ভাবনা আসছিল চরিত্রটা নিয়ে৷ এতটা কমপ্লেক্স ক্যারেক্টার৷ দর্শক আগে কখনও এরকম কোনও ভূমিকায় আমায় দেখেনি৷ হঠাৎ করে এরকম একটা চরিত্রে আমিই বা কী করে অভিনয় করব৷ এ ধরনের বিভিন্ন সমস্যা চলছিল আমার মাথায়৷”

গত বছর বলিউডে ‘ডিয়ার মায়া’ ছবির হাত ধরে কামব্যাক করেছিলেন মনীষা৷ ‘ডিয়ার মায়া’ বক্স অফিসে তেমন কামাল না দেখাতে পারলেও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছিল৷ মনীষার অভিনয় মুগ্ধ হয়েছিলেন ফিল্ম ক্রিটিকস থেকে শুরু করে সিনেপ্রেমীরা৷

সম্প্রতি ‘সঞ্জু’ ছবিতে নার্গিসের চরিত্রে দর্শক মনীষাকে পেয়ে বেজায় খুশি৷ ছবিতে মনীষার তেমন দৃশ্য না থাকলেও অল্প সময়তেই নজর কেড়েছেন সকলের৷ নার্গিস দত্তের চরিত্রে অভিনয় করা কত বড়ো চ্যালেঞ্জ সেটা শেয়ার করে অভিনেত্রী জানিয়েছিলেন, “আমি ভীষণ নার্ভাস ছিলাম৷ দর্শক আমায় এমন আইকনিক চরিত্রে সেটা ভেবেই আমি ভয়ে ছিলাম খুব৷ আরেকটি চিন্তার বিষয় ছিল বাকি অভিনেতা, অভিনেত্রীরা৷ তাঁরা এতটাই ট্যালেন্টেড যে আমার অভিনয় হয়তো কারও চোখেই পড়বে না৷ ওভারশ্যাডোড হয়ে যেতে আমার চরিত্রটা৷ আমায় তার মানে দশগুণ বেশি খাটতে হবে৷”

খবর২৪ঘণ্টা.কম/জেএন

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST