নিজস্ব প্রতিবেদক : প্রতিবন্ধী ও দরিদ্রদের মাঝে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে কম্বল বিতরণ করা হয়েছে। আজ রোববারর সকালে নগরীতে পৃথকভাবে আরএমপি, রাজপাড়া ও পবা থানার উদ্যোগে প্রতিবন্ধী ও শীতার্ত গরীবদের মাঝে এ কম্বল বিতরণ করা হয়। এছাড়াও পবা থানার উদ্যোগে মানবতার দেওয়াল উদ্বোধন করা হয়। প্রধান অতিথি ছিলেন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আবু কালাম সিদ্দিক। পবা থানার গেইট সংলগ্ন মানবতার দেওয়াল উদ্বোধন করা হয়। পরে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে পুলিশ কমিশনার মহোদয় বলেন, “মুজিব শতবর্ষ উপলক্ষে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অন্যতম একটি
মানবিক উদ্যোগ। তিনি মানবতার দেওয়ালে সমাজের স্বচ্ছল ও বিত্তবান মানুষকে তাদের অপ্রয়োজনীয় কাপড়-চোপড় প্রদান করে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানান। নগরীর রাজপাড়া থানার উদ্যোগে আয়োজিত প্রতিবন্ধীদের মাঝে কম্বল বিতরণী অনুষ্ঠানে বোয়ালিয়া জোনের উপ-পুলিশ
কমিশনার সাজিদ হোসেন, রাজপাড়া থানার ওসি মাজহারুল ইসলাম। মানবতার দেওয়াল উদ্বোধনী অনুষ্ঠানে, শাহমখদুম জোনের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ সাইফুল ইসলাম, সহকারী পুলিশ কমিশনার শাহমখদুম সোনিয়া পারভীন, পবা থানার ওসি শেখ গোলাম মোস্তফা প্রমুখ।
এস/আর