খবর ২৪ঘণ্টা ডেস্ক: দল-মত, গোত্র, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার অংশগ্রহণে একটি বিশ্বাসযোগ্য, স্বচ্ছ এবং প্রকৃত নির্বাচন নিশ্চিত করতে সরকার, নির্বাচন কমিশন এবং নির্বাচন সংশ্লিষ্ট সব পক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন ইউরোপিয় ইউনিয়নসহ ঢাকায় থাকা ইউরোপের দেশগুলোর জ্যেষ্ঠ কূটনীতিকরা।
আনুষ্ঠানিকভাবে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শুরুর দিনে (সোমবার) এক যুক্ত বিবৃতিতে রাষ্ট্রদূত ও হাই কমিশনাররা বলেন, নির্বাচনী প্রক্রিয়াটি এমন হতে হবে যাতে জনগণের মতামতের সত্যিকার প্রতিফলন ঘটে।
খবর ২৪ঘণ্টা/ নই