খবর২৪ ঘণ্টা, স্পোর্টস, ডেস্ক: ঘড়ির কাঁটা ঘুরে দ্রুতই কাছে চলে আসছে। এরপরই পর্দা উঠতে যাচ্ছে ‘গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত বিশ্বকাপ ফুটবলের। বিশ্বসেরা হওয়ার এ আসরে তুমুল যুদ্ধে অবতীর্ণ হবে ৩২ দেশ। টানা এক মাস চলবে এ যুদ্ধ। একবিংশতম ফুটবল বিশ্বকাপে মাঠ মাতাবেন বিশ্বের বাঘা বাঘা খেলোয়াড়রা। তাদের পায়ের জাদুতে মোহিত হবে ফুটবল বিশ্ব।
এতকিছুর মাঝেও কোথাও যেনো কমতি ছিল। আর সেটা হলো সবকিছু সম্পন্ন হলেও থিম সংটি প্রকাশ হচ্ছিল না। অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে প্রকাশিত হলো ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপের থিম সং। অন্যান্যবার আরো আগে থিম সং প্রকাশিত হলেও এবার একটু দেরিতে থিম সংটি প্রকাশিত হয়েছে।
নিকি জ্যাম, ইরা ইস্ত্রেফি, উইল স্মিথ ও ডিপলো এ চার জনের নিরলস পরিশ্রমে প্রকাশ পেয়েছে থিম সং‘ Live It Up’। শুক্রবার আনুষ্ঠানিকভাবেই এটি প্রকাশ করে ফিফা। গানটি গেয়েছেন নিকি জ্যাম এবং ইরা ইস্ত্রেফি। গানটির ফিট দিয়েছেন উইল স্মিথ। গানটির প্রোডাকশনের দায়িত্বে ছিলেন ডিপলো। আগামী দুই মাস ‘ Live It Up ’ জ্বরেই কাঁপতে যাচ্ছে ফুটবল দুনিয়া।
থিম সং বিশ্বকাপে সবসময়ই নতুন মাত্রা যোগ করে। পুরো ফুটবল দুনিয়াকে গেঁথে ফেলে একই সুরে, একই উন্মাদনায়। ১৯৯৮ বিশ্বকাপের‘Cup of Life’ কিংবা ২০১০ বিশ্বকাপের ‘Waka Waka’ ও ‘Wavin Flag’ এখনো ফুটবলপ্রেমীদের অন্তরে গেঁথে রয়েছে। এ দুটি বিশ্বকাপের থিম সং প্রযোজনা করেছিলেন আমেরিকান ডিজে ডিপলো। এবার পালা ‘Live It Up’এর।
১৫ জুলাই মস্কোর লুজনিকি স্টেডিয়ামে বিশ্বকাপ ফাইনাল শুরুর আগে মাঠ মাতাবেন স্মিথ-ইরা-নিকি। বিশ্বকাপের আনুষ্ঠানিক মিউজিক ভিডিও ৭জুন প্রকাশ করবে বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা ফিফা।
https://youtu.be/bn37c1jz2fs?t=50
এখন দেখার বিষয় গানটি ফুটবলপ্রেমীদের মন কতটুকু জয় করতে সক্ষম হয়।
খবর২৪ঘণ্টা.কম/নজ