খবর২৪ঘন্টা নিউজ ডেস্ক: ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাসহ একদিনে নতুন করে আরও ১১ জন করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে।
এ নিয়ে উপজেলায় করোনা আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩৮৬ জনে। মোট মৃত্যু হয়েছে ৯ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৫ জন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মীর মোবারক হোসেন জানান, রোববার রাতে পরীক্ষার ফলাফলে নতুন করে ওই ১১ জনের করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে।
তিনি জানান, ২৩ থেকে ৬২ বছর বয়সী নতুন আক্রান্তরা উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। তাদের মধ্যে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রয়েছেন।
নতুন আক্রান্তদের চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত প্রক্রিয়াধীন রয়েছে জানিয়ে ডা. মোবারক জানান, এ উপজেলায় প্রতিদিনই আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় সংক্রমণের ঝুঁকি এড়াতে ইতোমধ্যে আক্রান্তদের স্বজনদের হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেয়া হয়েছে।
খবর২৪ঘন্টা/নই