খবর২৪ঘন্টা নিউজ ডেস্ক: কারা হেফাজতে হাসপাতালে চিকিৎসাধীন দলীয় প্রধান বেগম খালেদা জিয়ার প্যারোলে মুক্তির বিষয়ে সরকারের সঙ্গে কোনো কথা হয়নি বলে দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার তাঁতী দলের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানানোর পর একথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়ার পরিবার চাইলে প্যারোল চাইতে পারে। কিন্তু দল কখনো প্যারোলের কথা বলেনি।
আওয়ামী লীগের স্বার্থেই খালেদা জিয়াকে মুক্তি দেয়া উচিত এমন মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, আমরা তো এখনো তার প্যারোলে মুক্তি নিয়ে কিছু বলিনি।
ওবায়দুল কাদেরের সাম্প্রতিক এক মন্তব্যের দিকে ইঙ্গিত করে ফখরুল বলেন, ‘আমরা এখনো এ নিয়ে কিছু বলিনি। সেখানে তার এটা নিয়ে কথা বলা কতটা সঠিক হচ্ছে জানি না।’
এ সময় তাঁতী দলের নেতাকর্মীরা ছাড়াও বিএনপি নেতা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, মীর সরাফত আলী সপু প্রমুখ উপস্থিত ছিলেন।
খবর২৪ঘন্টা/নই