খবর ২৪ ঘণ্টা, বিনোদন ডেস্ক: ‘পদ্মাবত’-এর স্বার্থে নিজের ফিল্ম ‘প্যাডম্যান’কে সরিয়ে নিয়ে মহানুভবতা দেখিয়েছেন বলিউডের খিলাড়ি অক্ষয় কুমার। ২৫ জানুয়ারি তাঁর ফিল্ম ‘প্যাডম্যান’ মুক্তি পাবে তা অনেক আগে থেকেই ঠিক ছিল। তবুও বনশালির ফিল্মের স্বার্থে নিজের স্বার্থত্যাগ করেছেন আক্কি। এজন্য তিনি সারা জীবন অক্ষয়ের কাছে কৃতজ্ঞ থাকবেন বলে শুক্রবারই প্রকাশ্য সাংবাদিক সম্মেলনে জানিয়েছিলেন পরিচালক সঞ্জয়লীলা বনশালি। এবার আক্কির প্রতি কৃতজ্ঞতা স্বীকার করে নিলেন ‘পদ্মাবত’-এর অন্যান্য তারকারাও।
দীপিকা, রণবীর, শাহিদ, একেএকে সকলেই আক্কিকে সোশ্যাল সাইটে ধন্যবাদ জানাতে ভোলেননি। টুইটে রণবীর লিখেছেন, ” বড় মানুষ, বড় হৃদয়, আপনার প্রতি কৃতজ্ঞ থাকব, আপনার প্রতি অনেক ভালোবাসা ও শ্রদ্ধা রইল। ”
শাহিদ কাপুর লিখেছেন ”অনেক ধন্যবাদ অক্ষয় এতটা উদারতা দেখানোর জন্য। ‘প্যাডম্যান’ দেখার অপেক্ষায় রইলাম। টিম প্যাডম্যানের প্রতি শুভেচ্ছা রইল”
খবর ২৪ ঘণ্টা.কম/ জন