সংবাদ বিজ্ঞপ্তি :
২০১৮ সালের পোল্ট্রি মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন সাংবাদিক কবি সোহেল মাহবুব। পোল্ট্রি শিল্পের সমস্যা ও সম্ভাবনাকে গণমাধ্যমে তুলে ধরায় তাকে এ অ্যাওয়ার্ড প্রদান করা হয়। গত সোমবার ১১ ফেব্রুয়ারী সকাল ১০টায় ঢাকায় জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানের মাধ্যমে তাঁর হাতে অ্যাওয়ার্ডটি তুলে দেয়া হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডাঃ হীরেশ রঞ্জন ভৌমিক। বিশেষ অতিথি ছিলেন- দৈনিক প্রথম আলো’র সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম মুকুল,
একুশে টেলিভিশনের এডিটর ইন চীফ মঞ্জুরুল আহসান বুলবুল এবং যমুনা টেলিভিশনের বিজনেস এডিটর, সাজ্জাদ আলম খান তপু, ফিড ইন্ডাষ্ট্রিজ অ্যাসোসিয়েশনের (ফিআব) সভাপতি এহতেশাম বি. শাহজাহান, ওয়ার্ল্ড’স পোল্ট্রি সায়েন্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ শাখার (ওয়াপসা-বিবি) সভাপতি শামসুল আরেফিন খালেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাষ্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিল (বিপিআইসিসি) -এর সভাপতি মসিউর রহমান। ‘ঢাকার বাইরে থেকে প্রকাশিত সংবাদপত্রের প্রতিবেদন’ ক্যাটাগরিতে একমাত্র পুরস্কার লাভ করেন রাজশাহী থেকে প্রকাশিত দৈনিক নতুন প্রভাতের বার্তা সম্পাদক সোহেল মাহবুব।
খবর ২৪ ঘণ্টা/আর