নিজস্ব প্রতিবেদক : লাগামহীনভাবে পেঁয়াজের দাম বৃদ্ধির প্রতিবাদে রাজশাহী মহানগরীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।শনিবার বেলা সাড়ে ১১টার দিকে নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।মানববন্ধনে নগর ওয়ার্কাস পাটির্র নেতারা উপস্থিত ছিলেন।
মানববন্ধন থেকে দ্রুত পেঁয়াজের দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসার দাবি জানানো জয়। সেই সাথে সিন্ডিকেট করে যারা পেঁয়াজের দাম বাড়িয়ে দিয়েছে তাদের আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানানো হয়। নগর ওয়ার্কাস পাটি এ মানববন্ধনের আয়োজন করে।
আর/কে
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।