খবর২৪ঘন্টা ডেস্ক : পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান অতিরিক্ত আইজিপি মো. মতিউর রহমান শেখকে বদলি করা হয়েছে। একই সঙ্গে পুলিশের বিভিন্ন শাখার আরও ১৮ জন কর্মকর্তাকে বদলির আদেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৪ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের (জননিরাপত্তা বিভাগ) উপসচিব মো. মাহবুবুর রহমানের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে চার পুলিশ সুপারকে ওএসডি করা হয়েছে। নতুন ভাবে ঐ স্থানে চার কর্মকর্তাকে পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে। এছাড়াও ময়মনসিংহ রেঞ্জে নতুন ডিআইজি পদায়ন করা হয়েছে। ওএসডি করা জেলা পুলিশ সুপারগন হচ্ছেন,কক্সবাজার,নীলফামারী, যশোর ও সুনামগঞ্জ।
বাকি ৯ কর্মকর্তাদের বদলি করে নতুন কর্মস্থলে যোগদান করতে বলা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (পুলিশ) ক্যাডারের নিম্নবর্ণিত কর্মকর্তাদের বর্ণিত পদ ও কর্মস্থলে বদলি/পদায়ন করা হলো।
প্রজ্ঞাপনে সিআইডির বর্তমান প্রধান ও অতিরিক্ত আইজিপি মো. মতিউর রহমান শেখকে পুলিশ সদর দপ্তরে, পুলিশ একাডেমি সারদার প্রিন্সিপাল (অতিরিক্ত আইজিপি) মো. মাসুদুর রহামন ভুঞাকে পুলিশ সদর দপ্তরে, এন্টিটেররিজম ইউনিটের প্রধান (অতিরিক্ত আইজিপি) খন্দকার রফিকুল ইসলামকে পুলিশ সদর দপ্তরে, হাইওয়ে পুলিশের ডিআইজি রেজাউল করিমকে পুলিশ সদর দপ্তরে, পুলিশ সদর দপ্তরের ডিআইজি ড. শোয়েব রিয়াজ আলমকে সারদা পুলিশ একাডেমিতে, ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি আশরাফুর রহমানকে পুলিশ সদর দপ্তরে, পুলিশ সদর দপ্তরের ডিআইজি আতাউল কিবরিয়াকে ময়মনসিংহ রেঞ্জে, শিল্পাঞ্চল পুলিশের ডিআইজি মহা. আশরাফুজ্জামানকে রংপুর পিটিসিতে।
এদিকে, সিআইডির ডিআইজি হারুন উর রশীদ হাযারীকে শিল্পাঞ্চল পুলিশে, সারদা পুলিশ একাডেমির ডিআইজি রখফার সুলতানা খানমকে হাইওয়ে পুলিশে, রাজশাহী মহানগরীর উপকমিশনার সাইফুদ্দীন শাহীনকে কক্সবাজারের পুলিশ সুপার, খুলনার রেঞ্জ কার্যালয়ের পুলিশ সুপার তোফায়েল আহমদকে সুনামগঞ্জের পুলিশ সুপার, ডিএমপির উত্তরা বিভাগের ডিসি রওনক জাহানকে যশোর জেলা পুলিশ সুপার, রাজশাহী মহানগর পুলিশের সদ্য ডিসি পদে পদোন্নতি প্রাপ্ত আবুল ফজল মহম্মদ তারিক হোসেন খানকে নীলফামারী জেলা পুলিশ সুপার ও বর্তমানে পুলিশ সদর দপ্তরের পুলিশ সুপার জিয়া উদ্দিন আহমদকে পুলিশ অধিদপ্তরে সংযুক্ত করা হয়েছে।
সুনামগঞ্জের সাবেক পুলিশ সুপার বর্তমানে পুলিশ সদর দপ্তরে রিপোর্টকৃত আফম আনোয়ার হোসেন খানকে পুলিশ অধিদপ্তরে সংযুক্ত ও কক্সবাজারের সাবেক পুলিশ সুপার বর্তমানে পুলিশ অধিদপ্তরে রিপোর্টকৃত মুহাম্মদ রহমত উল্লাকে পুলিশ অধিদপ্তরে ও নীলফামারী জেলার সাবেক পুলিশ সুপার বর্তমানে পুলিশ সদর দপ্তরে রিপোর্টকৃত মোহাম্মদ মোর্শেদ আলমকে পুলিশ অধিদপ্তরে সংযুক্ত করা হয়েছে।
জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
বিএ..