নিজস্ব প্রতিবেদক :
সাবেক প্রধানমন্ত্রী,বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া’র বিরুদ্ধে রায় বাতিল ও মুক্তির দাবিতে মোহনপুরে উপজেলা বিএনপি অবস্থান কর্মসূচি পালনের জন্য দলীয় কার্যালয়ে সমাবেত হয় । নেতা কর্মীরা সমাবেত হলে পুলিশ চারদিকে বেষ্টনী তৈরী করে নেতা কর্মীদের সরে যাওয়ার জন্য নির্দেশ দেন এ
সময়ে মোহনপুর দলীয় কার্যালয়ে অবস্থান করছিলেন মোহনপুর উপজেলা বিএনপির সভাপতি শামিমুল ইসলাম মুন,উপজেলা চেয়ারম্যান আব্দুস সামাদ,রাজশাহী জেলা বিএনপি’র যুগ্ম-সম্পাদক রায়হানুল আলম রায়হান, মোহনপুর উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মাহাবুব আর রশিদ,রাজশাহী জেলা ছাত্রদল সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম জনি, মোহনপুর উপজেলা বিএনপির সিনিয়র-সহ-সভাপতি গোলাম মোস্তফা বাবলু,যুগ্ম-সম্পাদক আবুল কালাম আজাদ,সাংগঠনিক সম্পাদ কাজিম উদ্দীন চেয়ারম্যান, মোহনপুর যুবদল সভাপতি বাচ্চু, যুবদল নেতা বকুল সহ বিএনপি,যুবদল ছাত্রদলের কয়েকশত নেতা কর্মীরা ।
এক সময় হঠাৎ করেই নেতা কর্মীরা পুলিশের ব্যারিকেড ভেঙ্গে বিক্ষোভ মিছিল করতে করতে মেডিক্যাল গেটের পাশে মোহনপুর হাটের কাছে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক রায়হানুল আলম রায়হান বক্তব্যের এক পর্যায়ের আবারো পুলিশ নেতাকর্মীদের ধাওয়া দিয়ে ছাত্রভঙ্গ করে দেয়।
খবর২৪ঘন্টা/এম কে