খবর২৪ঘণ্টা ডেস্ক:বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের নতুন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। নতুন এ কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন বেনজীর আহমেদ ও সাধারণ সম্পাদক প্রলয় কুমার জোয়ারদার।
বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা ২০১৯ অনুষ্ঠিত হয়। সভায় নতুন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ সূত্রে জানা গেছে, সভায় নবগঠিত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন অতিরিক্ত আইজিপি (গ্রেড-১) ও র্যাব মহাপরিচালক বেনজীর আহমেদ। তিনি এর আগেও বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) উপ-পুলিশ কমিশনার (স্পেশাল অ্যাকশন গ্রুপ) প্রলয় কুমার জোয়ারদার পুনরায় একই পদে নির্বাচিত হয়েছেন।
উল্লেখ্য, বাংলাদেশে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠনের ক্ষেত্রে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন অতিরিক্ত আইজিপি (ইন্ড্রাস্ট্রিয়াল পুলিশ) আবদুস সালাম। অপর দুই নির্বাচন কমিশনার ছিলেন পুলিশ স্টাফ কলেজের ভাইস রেক্টর মোহাম্মদ ইব্রাহীম ফাতেমী ও টিঅ্যান্ডআইএম ডিআইজি মোর্শেদুল আনোয়ার খান।
খবর২৪ঘণ্টা, জেএন