খবর২৪ঘন্টা ডেস্কঃ
মধ্যরাতে তরুণীকে চেকপোস্টে থামিয়ে তল্লাশির নামে অশালীন আচরণ ও হয়রানি করে ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেয়ার ঘটনায় অবশেষে মুখ খুলেছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার আসাদুজ্জামান মিয়া।
তিনি বলেন, ঘটনার ভিডিওটি আমাদের দৃষ্টিগোচর হয়েছে। যে এই ভিডিওটি আপলোড করেছেন তিনিও পুলিশ সদস্য। তিনি ভেবেছিলেন ওই ভিডিওটা প্রকাশ করলে তার হয়তো সুনাম হবে। কিন্তু তিনি যে অপেশাদার আচরণ করেছেন তা বোঝার ক্ষমতা উনার নেই।
বৃহস্পতিবার ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। ওই নারীর সঙ্গে অশালীন আচরণের ভিডিও ভাইরাল হবার পর পুলিশের আচরণগত উন্নতিতে কোনো ওরিয়েন্টশন আছে কিনা জানতে চাইলে ডিএমপি কমিশনার বলেন, ‘পুলিশ সদস্যদের আচরণ কেমন হবে, সে বিষয়ে আমরা সচেতন। আগে যেভাবে ব্যাপকহারে খারাপ আচরণের অভিযোগ আসতো, আমি দায়িত্ব নিয়ে বলছি, এখন শতকরা ৫ ভাগও খারাপ আচরণের অভিযোগ আসে না।’ তিনি বলেন, ‘আমরা ধারাবাহিকভাবে চেষ্টা করে খারাপ আচরণের হার কমিয়ে এনেছি। আমরা শুধু মোটিভেশন কিংবা প্রশিক্ষণই দেই না, যে সব পুলিশ সদস্য অপেশাদার আচরণ করেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থাও গ্রহণ করি।’
আছাদুজ্জামান মিয়া বলেন, ‘ওই ঘটনার সুষ্ঠু তদন্তে ৪৮ ঘণ্টার সময় দিয়ে মতিঝিল বিভাগের উপ-কমিশনারের নেতৃত্বে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। এর দায়-দায়িত্ব নির্ধারণ করে, যারা ওই নারীর সঙ্গে খারাপ আচরণ করেছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’
আগামীতে কোরো পুলিশ সদস্য কোনো নাগরিকের সঙ্গে অপেশাদার কিংবা খারাপ আচরণ করলে, পুলিশের বিষয়ে নেতিবাচক প্রভাব তৈরি করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও হুঁশিয়ারি দেন ঢাকার পুলিশ কমিশনার।
নগরীর নিরাপত্তায় বিভিন্ন স্থানে চেকপোস্ট রয়েছে। সেখানে খারাপ আচরণ ও হয়রানির বিষয়ে অভিযোগ আসে। তাদের ব্যবহার পরিবর্তনে কোনও উদ্যোগ রয়েছে কিনা জানতে চাইলে কমিশনার বলেন, আগে প্রায় প্রতিদিনই অভিযোগ পেতাম। আমাদের মোটিভেশন আছে বলেই তা কমে আসছে। অনেক পরিবর্তন এসেছে।
তিনি বলেন, আমরা প্রজাতন্ত্রের কর্মচারি, জনগণের সেবক। জনগণের উপর চড়াও হওয়ার কোনো সুযোগ নেই। আমরা আইন প্রয়োগে হব কঠোর কিন্তু আচরণে হব কোমল। আমাদের আচরণ কেমন হবে তার প্রশিক্ষণ ধারাবাহিকভাবে দেয়া হচ্ছে। আগামীতেও দেয়া হবে। পুলিশ যাতে পেশাদার আচরণ করে সেজন্য নজরদারি রয়েছে। এরপরেও যদি কেউ খারাপ আচরণ করে তার দায়-দায়িত্ব পুলিশ বাহিনী নেবে না।
খবর২৪ঘন্টা / সিহাব