পুঠিয়া প্রতিনিধি: রাজশাহীর পুঠিয়ায় ৬০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ একজনকে আটক করেছে পুঠিয়া থানা পুলিশ। রবিবার রাতে শামীমকে আটক করা হয়। আটককারী পুঠিয়া উপজেলার পৌরসভার ৫ নং ওয়ার্ড এর আবুল কালামের ছেলে।
জানা যায়, আবুল কালাম আনসার ভিডিপির একজন কমান্ডার। এ বিষয়ে জানতে চাইলে পুঠিয়া থানার ওসি (তদন্ত) রাকিবুল হাসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এসআই প্রনয় কুমার ও তার ফোর্স তাকে ৬০ পিচ ইয়াবা বিক্রির সময় হাতেনাতে আটক করে থানায় নিয়ে আসে। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
খবর২৪ঘণ্টা.কম/নজ