পুঠিয়া প্রতিনিধি: রাজশাহীর পুঠিয়ায় ৫২ র ভাষা আন্দোলনে সকল শহীদদের শ্রদ্ধা জানিয়েছে উপজেলা প্রসাশন, পুঠিয়া থানা, পুঠিয়া পৌরসভা, মুক্তিযোদ্ধা সংসদ, আ’লীগ, ছাত্রলীগ, গ্রাম থিয়েটারসহ বিভিন্ন রাজনৈতিক অরাজনৈতিক সামাজিক সাংস্কৃতি সংগঠনের সর্বস্তরের মানুষ।
বুধবার রাত ১২ টা ১ মিনিটে পুঠিয়া উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারী ভাষা আন্দোলনে সকল শহীদদের শ্রদ্ধা জানিয়ে পুস্পস্তাবক অর্পন করে উপজেলা প্রসাশন, পুঠিয়া থানা পুলিশ, পুঠিয়া পৌরসভা, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আ’লীগ, ছাত্রলীগ, গ্রাম থিয়েটার সহ বিভিন্ন রাজনৈতিক অরাজনৈতিক সামাজিক সংগঠন। পরে সকল ভাষা শহীদদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল মাহমুদ, সহকারী পুলিশ সুপার আবুল কালাম সাইদ, সহকারী কমিশনার ভুমি জাহিদ হাসান সিদ্দিকী, পৌরসভার মেয়র রবিউল ইসলাম রবি, ওসি (তদন্ত) রাকিবুল হাসান, পুঠিয়া ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম জুয়েল, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাকিবুর রহমান মিঠু, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, প্রমুখ। এ ছাড়াও ছাত্র ছাত্রী সাধারণ মানুষ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক শিক্ষিকা, বিভিন্ন দপ্তরের প্রধান কর্মকর্তা কর্মচারীগণও উপস্থিত ছিলেন। দুপুরে আলোচনা, চিত্রাংকন প্রতিযোগিতা উনষ্ঠিত হয় এবং বিজয়ীদের হাতে পুঠিয়া-দুর্গাপুরের এমপি আব্দুল ওয়াদুদ দারা পুরুস্কার তুলে দেন।
খবর২৪ঘণ্টা.কম/নজ