1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
পুঠিয়ায় ১ হাজার পিছ ইয়াবাসহ আটক দুই - খবর ২৪ ঘণ্টা
শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ০৮:৪৭ পূর্বাহ্ন

পুঠিয়ায় ১ হাজার পিছ ইয়াবাসহ আটক দুই

  • প্রকাশের সময় : সোমবার, ১ আগস্ট, ২০২২

রাজশাহীর পুঠিয়ায় ১ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-৫।

রোববার (৩১ জুলাই) রাত সাড়ে ১০টায় পুঠিয়া থানাধীন কাঁঠালবাড়িয়া গ্রাম হতে তাদের গ্রেফতার করা হয়।

আটককৃতরা রাজশাহী জেলার পুঠিয়া থানাধীন কাঠালবাড়িয়া (৭নং ওয়ার্ড) গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে মোঃ রাজু আহম্মেদ (৩১) ও কক্রবাজার জেলার উখিয়া থানাধীন কুতুপালং (রোহিঙ্গা ক্যাম্প) গ্রামের -মোঃ বকসুর ছেলে মোঃ হাবিবুল্লাহ (২৯)।

সোমবার (১ আগস্ট) দুপুরে র‌্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

র‌্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যানা যায়, রাজশাহী জেলার পুঠিয়া থানাধীন কাঠালবাড়িয়া (৭নং ওয়ার্ড) গ্রামের মাদক কারবারী মোঃ রাজু আহম্মেদ এর বসত বাড়িতে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা বিক্রয় করছে। এমন তথ্যের ভিত্তিতে রাজুর বাড়ীতে পৌছামাত্রই র‌্যাবের উপস্থিতি টের পেয়ে তিনজন ব্যক্তি পালানোর সময় সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় দুইজন ব্যাক্তিকে আটক করা হয়, অপর একজন কৌশলে রাতের আধাঁরে পালিয়ে যায়।

র‌্যাব আরও জানায়, হাবিবুল্লাহ একজন রোহিঙ্গা। তিনি কক্রবাজার উথিয়া হতে দেশের বিভিন্ন স্থানে ইয়াবা সরবরাহ করে। তারা পরস্পর যোগসাজসে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট অবৈধভাবে কক্রবাজার জেলার উখিয়া থানার অজ্ঞাত স্থান হতে সংগ্রহ করে রাজশাহী জেলার বিভিন্ন এলাকায় এনে বিক্রয়ের উদ্দেশ্যে নিজ দখলে রেখে রাজুর বাড়িতে অবস্থান করছিল। গ্রেফতারকৃত মাদক কারবারীরা আরো স্বীকার করে যে, তারা এবং পলাতক মাদক কারবারী পরস্পর যোগসাজসে দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট অবৈধভাবে কক্রবাজার জেলার উখিয়া থানার অজ্ঞাত স্থান হইতে সংগ্রহ করে রাজশাহী জেলার পুঠিয়া থানাসহ বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছে।

আটককৃতদের বিরুদ্ধে পুঠিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২০১৮ সনের ৩৬ (১) সারণী ১০(ক)/৪১ ধারায় মামলা দায়ের করা হয়েছে।
বিএ/

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST