পুুঠিয়া প্রতিনিধিঃ রাজশাহীর পুঠিয়ায় ভ্যানচালককে হাত-পা বাধেঁ হত্যা করে ভ্যান ছিনতাই করেছে দুর্বত্তরা। নিহত ভ্যানচালক জাহাঙ্গীর আলম (৪৫)। সে পুঠিয়া পৌরসভার গন্ডগোহালী ওয়ার্ডের রজব আলীর ছেলে। রোববার সকাল ৬টার সময় জিউপাড়া উনিয়নের চকপালাশি-এসআরজি সড়কের সিংড়া গ্রামের একটি কলাবাগান থেকে তার লাশ উদ্ধার করেছে পুঠিয়া থানা পুলিশ। জানাগেছে, শনিবার রাত্রি ৮টার সময় পুঠিয়া বাসস্টেন্ড থেকে তিন দুর্বত্ত, ভ্যাচালক জাহাঙ্গীরকে এসআরজি বাজারের যাওয়ার জন্য ভাড়া করে।
এ সময় গন্ডগোলাহী গ্রামের এক যাত্রী সেই ভ্যানে উঠে নিমতলা বাজারে নেমে যায়। এর পর থেকে নিহত ভ্যানচালক জাহাঙ্গীর নিখোঁজ ছিলো বলে তার পরিবারের সদস্যরা জানিয়েছে। সে সময় নিহত ভ্যানচালক জাহাঙ্গীরের পরিবারের আতীয়-স্বজানেরা খোঁজ খবরের এক পর্যায়ে জানতে পরে পুঠিয়া থেকে এসআরজি বাজারের যাওয়ার জন্য তিন দুর্বৃত্তরা তার ভ্যান ভাড়া করে। পরে তার আতীয়-স্বজনের পুঠিয়ার পালাশি-এসআরজি সড়কে খোঁজা করা এক পর্যায়ে সিংড়া গ্রামের ঈদাগাঁ মাঠের পূর্ব পার্শ্বে একটি কলা বাগানে হাত পাঁ বাধা অবস্থায় তার লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।
খবর পেয়ে পুঠিয়া থাানা পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এব্যাপরে পুঠিয়া থানা অফিসার ইনচার্জ (তদন্ত) রাকিবুল হাসান জানান, থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। লাশ উদ্ধার করে রামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। লাশের ময়না তদন্তের রির্পোট পাওয়ার পর জাহাঙ্গীরকে কি ভাবে হত্যা করা হয়েছে তা জানাযাবে। এছাড়াও হত্যাকারীদের আটকের চেষ্ঠা চলছে বলে তিনি জানান।খবর২৪ঘণ্টা.কম/জেএন