পুঠিয়া প্রতিনিধি:
রাজশাহী-ঢাকা মহাসড়কের বানেশ্বরে দাড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা মেরে অপর ট্রাকের ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। শুক্রবার ভোর ৪টার পুঠিয়ার বানেশ্বর ধানীহাটা নামক স্থানে এই ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশের পবা(শিবপুর হাট) ফাঁড়ি ইনচার্জ মোস্তাফিজুর এ তথ্য নিশ্চিত করেন। নিহত ব্যবসায়ী হলেন, চাঁপানবাগঞ্জের শিবগঞ্জ থানার রওশোনচক গ্রামের সাফিকুলের ছেলে নাসির উদ্দিন(৪০)।
জানা যায়, রাজশাহী-ঢাকা মহাসড়কের বানেশ্বর ধানীহাটা নামক স্থানে শুক্রবার ভোর ৪টার অজ্ঞাত একটি ট্রাক দাড়িয়ে থাকে। এ সময় নাটোর দিক থেকে ছেড়ে আসা আমের গাছের চারা বোঝাই একটি ট্রাক(যশোর ড-১১-০৪৬১) পেছন দিক থেকে ধাক্কা দেয়। এতে ধাক্কা দেওয়া ট্রাকটি দুমরে-মুচরে যায়। ট্রাকের হেপার, ড্রাইভার পালিয়ে বাচঁলেও মাঝখানে থাকা ঐ আমের চারা ব্যবসায়ী চাঁপাপড়ে ঘটনাস্থলেই মারা যায়। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে এসে লাশ ও ট্রাকটি উদ্ধার করে।
খবর২৪ঘন্টা/এম কে