পুঠিয়া প্রতিনিধি :
ঢাকা-রাজশাহী মহাসড়কের পুঠিয়ায় অজ্ঞাত ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। রবিবার সকাল সাড়ে ৬ টার দিকে উপজেলার বিড়ালদহ বড় ব্রীজের কাছে এই দূর্ঘটনা ঘটে বলে পবা হাইওয়ে শিবপুর হাট পুলিশ ফাড়ির ইনচার্জ মোস্তাফিজুর রহমান নিশ্চিত করেন। নিহত ব্যক্তিরা হলেন, রাজশাহীর জেলার ইয়ারপোর্ট থানা বায়া এলাকার ইমন (২৪) ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সুজন (৩৩) মারা যায় বলে জানা গেছে ।
জানা যায়, রাজশাহী থেকে নাটোরগামী অজ্ঞাত একটি ট্রাক পুঠিয়াগামী একটা মোটরসাইকেলকে পিছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই জাহিদ হাসান ইমন (২৪) ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সুজন (৩৩) মারা যায় ।
এ ব্যাপারে পবা হাইওয়ে শিবপুর হাট পুলিশ ফাড়ির ইনচার্জ মোস্তাফিজুর রহমান জানান, বিড়ালদহ এলাকায় অঙ্গাত একটি গাড়ীর সাথে মোটরসাইকেল আরোহীর সংঘর্ষে ইমন নামের একজন নিহত ও একজন আহতের ঘটনা ঘটে । ফাকা স্থান বলে গাড়ীটি আটক করা যায়নি তবে অনেকে বলছে ঐটা ট্রাক ছিলো বলে তিনি জানান।
খবর ২৪ ঘন্টা/এমকে
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।