পুঠিয়া প্রতিনিধি: রাজশাহীর ঐতিহ্যবাহী পুঠিয়া পি এন সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক শ্রদ্ধেয় সহির উদ্দিন প্রামাণিক ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৫ বছর। বার্ধক্য জনিত রোগে আক্রান্ত হয়ে গত কয়েকদিন যাবত রামেক হাসপাতালে তিনি চিকিৎসাধিন ছিলেন। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুর ৩ টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি স্ত্রী, দুই ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুর সংবাদে মুহুর্তের মধ্যে এলাকায় সর্বস্তরের মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। মঙ্গলবার মাগরিব নামাজের পর তাঁর কর্মস্থল পুঠিয়া পি এন স্কুল মাঠে প্রথম জানাযা অনুষ্ঠিত হয়। এরপর তাঁর নিজ বাসভবন নাটোর সদর উপজেলার কাফুরিয়া ইউনিয়নের জয়রামপুর গ্রামে দ্বিতীয় জানাযা শেষে তাঁকে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।
খবর২৪ঘন্টা/নই