রাজশাহীর পুঠিয়া পৌরসভার মেয়র আল মামুন খান ধর্ষণ মামলায় বর্তমানে জেল-হাজতে রয়েছে। এদিকে মেয়রের নিকটজনরা ধর্ষণ মামলা তুলে নিতে ভুক্তভোগিকে প্রাণনাশের হুমকি দিয়েছে।
এ ঘটনায় ভুক্তভোগি নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি করেছেন।
গত শনিবার (১০ সেপ্টেম্বর) রাতে ভুক্তভোগি ওই নারী নিজে থানায় ৪ জনের নামে সাধারণ ডায়েরি করেন। এরা হচ্ছেন পৌর কাউন্সিলর জেবের আলী, মেয়রের সহযোগি চান্দু, তাজু ও মেয়রের চাচাতো ভাই বাবু।
তবে পৌর কাউন্সিলর জেবের আলী ও মেয়রের সহযোগি চান্দু বলেন, আমরা কাউকে হুমকি বা আপোষের জন্য চাপ দেয়নি। আর আমাদের নামে কেউ জিডি করেছেন কিনা সেটা জানা নেই।
এদিকে ভুক্তভোগি ওই নারী জানায়, মেয়রের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করায় তার চারজন অনুসারি আপোষ করতে বিভিন্ন সময় অর্থের প্রলোভন দিয়ে আসছিল। এরপর মেয়র আটক হওয়ার পর থেকে তারা ক্ষীপ্ত হয়ে উঠেছে। তারা প্রকাশ্যে ও বিভিন্ন মাধ্যমে মামলা তুলে নিতে চাপ দিচ্ছে। আর মামলা না তুললে যেকোনো সময় আমার ক্ষতি করবে বলে হুমকি দিচ্ছে।
নিজের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে শনিবার রাতে তাদের নামে থানায় একটি সাধারণ ডায়েরি করেছি।
এ ব্যাপারে থানার ওসি সোহরাওয়ার্দী হোসেন সাধারণ ডায়েরির বিষয়টি স্বীকার করে বলেন, শনিবার রাতে ভুক্তভোগি ওই নারী ৪ জনের নামে থানায় একটি সাধারণ ডায়েরি করেছে। ধর্ষণের ফরেনসিক তদন্ত রিপোর্ট পজিটিভ এসেছে বলেও তিনি জানান।
বিএ/