পুঠিয়া প্রতিনিধিঃ রাজশাহীর পুঠিয়া উপজেলার শিবপুরহাট এলাকায় মাছ বোঝাই ট্রাক থেকে এক যুবকের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকেল সাড়ে ৫ টায় লাশটি উদ্ধার হয়।
নিহত যুবক হলেন, দূর্গাপুর উপজেলার ঝালুকা ইউনিয়নের আক্কাস আলীর ছেলে কামরুল ইসলাম (২৫)। বিষয়টি নিশ্চিত করেছেন পবা হাইওয়ে পুলিশ শিবপুর ফাঁড়ির ইনচার্জ এস আই হাবিবুর রহমান।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার বিকেলে দূর্গাপুর উপজেলার ঝালুকা থেকে কমরুল ইসলাম ট্রাক বোঝাই মাছ নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। রাজশাহী-ঢাকা মহাসড়কের শিবপুর হাট এলাকায় এলে মাছের পানিতে লাশটি ভাসতে থাকে।খবর পেয়ে পবা হাইওয়ে পুলিশ উদ্ধার করে পুুঠিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে।
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত ওসি রাকিবুল হাসান জানান, এঘটনায় মাছ বোঝাই ট্রাক(ঢাকা মেট্রো-ট-১৩-২৩৭৮)টি থানা হেফাজতে রাখা হয়েছে। ময়না তদন্তের রির্পোট এলে মৃত্যুর প্রকৃত ঘটনা জানা যাবে।