নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীর পুঠিয়া উপজেলার জামিরা গ্রাম থেকে বোমা ও বোমা তৈরির সরঞ্জামসহ জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি) এর তিন সক্রিয় সদস্যকে আটক করেছে র্যাব-৫। আটককৃতরা হলো, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার চাঁদপুর গ্রামের মোখলেছুরের ছেলে শরিফুল ইসলাম শরিফ (৪৫), একই উপজেলার চাকলা গ্রামের মৃত জহিরের ছেলে জাকারিয়া হোসেন জাকার (৪৩) ও একই গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে আতাউর রহমান (৩৫)। রোববার ভোর সাড়ে ৩ টার দিকে তাদের আটক করা হয়।
র্যাব জানায়, গত ১৮ ফেব্রুয়ারী রাজশাহীর তানোর উপজেলার বিলশহর গ্রাম থেকে আটক তিন জেএমবি সদস্যকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, জেএমবির সক্রিয় সদস্যরা নাশকতার পরিকল্পনা করছে। বিষয়টি জানার পর থেকে র্যাব গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে। এরপর র্যাব জানতে পারে যে, জেএমবি সদস্যরা পুঠিয়ার জামিরা গ্রামে গোপন বৈঠক করছে। বিষয়টি জানার সাথে সাথেই রোববার রাত সাড়ে ৩টার দিকে ওই
গ্রামের জনৈক ডাক্তারের ডাল মিল ঘিরে ফেলে। এরপর দেখা যায় যে টিনসেড ঘর থেকে অজ্ঞাত ৫/৬ জন লোক পালিয়ে যাচ্ছে। এ সময় ঘটনাস্থল থেকে দুটি বিদেশী পিস্তল, আট রাউন্ড গুলি, ৫০০ গ্রাম গান পাউডার, ৫০ গ্রাম সোডা, ৫০ গ্রাম চুন, ৪টি বোমা, ১টি আইইডি, ৭টি ইয়ানত তোলার রশিদ, একটি বড় ছুরি ও দুটি জিহাদী বইসহ শরিফ, জাকার ও আতাউরকে গ্রেফতার করা হয়।
জিজ্ঞাসাবাদে জানায় যে, ২০০২ সালে সে নিজ আগ্রহে রানা নামের এক ব্যক্তির মাধ্যমে জেএমবিতে যোগ দেয়। যোগ দিয়ে কাজকর্মের মাধ্যমে সক্রিয় সদস্য হয়ে উঠে।
খবর২৪ঘণ্টা/এমকে