পুঠিয়া প্রতিনিধি: পুঠিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আরিফুল ইসলাম ২৩ নামের এক যুবক মারা গেছে। সে পুঠিয়ার শিলমাড়িয়া এলাকার মালিপাড়া গ্রামের এরশাদ আলীর ছেলে।
জানা গেছে, মঙ্গলবার ছাগলের খাবার সংগ্রহের জন্য একটি মেহগনি গাছের মগডালে উঠে আরিফুল। এ এসময় অসাবধানতা বশতঃ সে পা পিছলে পড়ে পাশে থাকা বিদ্যুত লাইনের তারে জড়িয়ে ঘটনা স্থলে তার মৃত্যু হয়।
পরে পুলিশ খবর পেয়ে আরিফুলের লাশ উদ্ধার করে। ওই যুবক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে এটা নিশ্চিত হয়ে পুলিশ তার পরিবারের কাছে তাকে হস্তান্তর করে।
জে এন