নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর পুঠিয়ায় ৮৪ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৫। আটককৃতরা হলেন, সমির (২২) ও এনামুল (২৬)। আজ সোমবার দুপুর ১টার দিকে পুঠিয়া উপজেলার বানেশ্বর এলাকা থেকে তাদের আটক করা হয়।
র্যাব জানায়, র্যাব-৫ রাজশাহীর সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে বানেশ্বরে অভিযান চালিয়ে ৮৪ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করে। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এস/আর