নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীর পুঠিয়া উপজেলার সেনভাগে সড়ক পিকাপ উল্টে চালক গোলাপ হোসেন (২৬) নিহত হয়েছেন। তিনি টাঙ্গাইল জেলার বাসিন্দা। সোমবার রাতে পুঠিয়া উপজেলার সেনবাগ মহাসড়কে এ ঘটনা ঘটে। এ ঘটনায় একজন আহত হয়েছে। তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।পুঠিয়া থানার অফিসার ইনচার্জ ওসি শাকিল উদ্দিন জানান, সোমবার রাতে
রাজশাহী থেকে নাটোরের উদ্দেশ্যে একটি পিকা যাচ্ছিলো। পথে পিকাপটি পুঠিয়ার সেনবাগে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে চালক গোলাপের মৃত্যু হয়। খবর পেয়ে পুঠিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনা কবলিত পিকাপটি উদ্ধার করে। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
খবর ২৪ ঘন্টা/এমকে