পুঠিয়া (রাজশাহী) সংবাদদাতাঃ রাজশাহীর পুঠিয়ায় পাওনা টাকা চাওয়ায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে বিএনপি কর্মী আজিজুল হককে(৩৫)। সে সিদ্দিক আলীর ছেলে। এসময় তার সাথে থাকা যুবদল কর্মী মিজান (৩০) মারাত্মক আহত হয়। আশঙ্কাজনক অবস্থায় তাকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। উভয়ের বাড়ি পুঠিয়ার কাচুপাড়া গ্রামে।
মঙ্গলবার দুপুর দুইটার দিকে পুঠিয়ার বাসুপাড়া বাজারে এ ঘটনা ঘটে। ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনীর একটি দল অবস্থান করছে। আজিজুলের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রামেক হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।
জানা গেছে, কাচুপাড়া এলাকায় ঘুরতে যায় দুর্গাপুর উপজেলার ভেগার মোড় এলাকার আ’লীগ নেতা মহসিন আলী। এসময় তার কাছে পাওনা টাকা চায় বিএনপি কর্মী আজিজুল। দুপুর দুইটার দিকেতাকে কৌশলে পুঠিয়ার বাসুপাড়া বাজারে ডেকে নেয় মহসিন। আজিজুল তার সঙ্গী মিজানকে নিয়ে বাসুপাড়া বাজারে পৌঁছতেই ধারালো অস্ত্র দিয়ে কোপাতে থাকে মহসিন ও তার সঙ্গীরা। এসময় ঘটনাস্থলে নিহত হয় আজিজুল ও মারাত্মক আহত হয় মিজান।
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুর রহমান জানান, আজিজুল নামের একজন ঘটনাস্থলে নিহত হয়। আহত অন্যজনকে রামেক হাসপাতালে পাঠানো হয়েছে।
বিএ…