নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীর পুঠিয়ায় নির্বাচন উপলক্ষে আ’লীগের নেতাকর্মীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল ৪টায় পুঠিয়া উপজেলা আ’লীগের উদ্যোগে মনোনয়ন প্রার্থী ডা. মনসুর রহমান ও উপজেলার নেতাকর্মীদের নিয়ে আয়োজিত মতবিনিময় সভা করেন এমপি আব্দুল ওয়াদুদ দারা। আরো উপস্থিত ছিলেন, পুঠিয়া উপজেলা আ’লীগের সহসভাপতি কাজী মুক্তাদির শরীফ, সাধারণ সম্পাদক আবদুল মালেক, বানেশ্বর কলেজের অধ্যক্ষ একরামুল হক, মুক্তিযোদ্ধা মঈন উদ্দিন, পুঠিয়া পৌরসভার চেয়ারম্যান রবিউল
ইসলাম রবি, পুঠিয়া লস্কর পুর কলেজের সাবেক অধ্যক্ষ মনিরুল ইসলাম তাজুল, বেলপুকুর ইউনিয়নের চেয়ারম্যান বদিউজ্জমান বদি, ভাল্লকগাছি ইউপি চেয়ারম্যান তাকবির হোসেন, বানেশ্বর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবদুস সামাদ, ইউনিয়ন আ’লীগের সভাপতি ফয়েজ উদ্দিন, যুবলীগ নেতা তাকবিরুল হাসানসহ উপজেলা ও ইউনিয়নের নেতাকর্মীরা। সভার শুরুতে কোরআন তেলাওয়াত করা হয়। সভায় এমপি দারা, সবাইকে ঐক্যবধ্য হয়ে আ’লীগের প্রার্থীকে জয়ী করার আহবান জানান।
খবর ২৪ ঘন্টা/এমকে