পুঠিয়া প্রতিনিধিঃ রাজশাহীর পুঠিয়া উপজেলার বেলপুকুর থানার চকজামিরা গ্রাম থেকে ইব্রাহীম সরকার(২৭) নামের এক কলেজ ছাত্র গত দুই সপ্তাহ থেকে নিখোঁজ হয়েছে। ছেলেকে না পেয়ে দিশাহারা হয়ে পরেছেন বাবা-মা সহ পরিবারের স্বজনেরা।
নিখোঁজ ইব্রাহীম, রাজশাহী সিটি কলেজের ডিগ্রী ২য় বর্ষের ম্যানেজম্যান্ডের ছাত্র ও বেলপুকুর থানার চকজামিরা গ্রামের আকবর সরকারের ছেলে। অনেক খোজা-খুজি করে না পেয়ে নিখোঁজের পিতা আকবর সরকার গত ৩মার্চ বেলপুকুর থানায় একটি সাধারণ ডাইরি করেন(জিডি নং-৫৬/১৮ইং)।
জিডি সূত্রে জানা যায়, গত ১মার্চ বেলা ১১টার দিকে ইব্রাহীম সরকার চিকিৎসার জন্য রাজশাহী রয়েল ক্লিনিকের উদ্দেশ্যে বের হয়। কিন্তু সন্ধ্যা পেরিয়ে রাত্রি গড়িয়ে যায় তারপরো আর ফিরে না আসায় বিভিন্ন আত্নীয়-স্বজনের বাড়িতে খোঁজ করতে থাকে। এরই প্রেক্ষিতে গত ৩মার্চ পিতা আকবর সরকার বেলপুকুর থানায় একটি সাধারণ ডাইরি করেন(জিডি নং-৫৬/১৮ইং)।
এ ব্যাপারে বেলপুকুর থানা অফিসার ইনচার্জ কবিরুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি জিডির বিষয়টি নিশ্চত করেন এবং অনুসন্ধ্যান কার্যক্রম অব্যহত আছে বলে জানায়। প্রায় দুই সপ্তাহ অতিবাহিত হয়ে গেলেও ইব্রাহীমের খোঁজ না পেয়ে দিশাহারা হয়ে পরেছেন বাবা-মা সহ পরিবারের স্বজনেরা।খবর২৪ঘণ্টা.কম/নজ